ভস্ম হই। মৃত্যুর চুমু আমার কপোল ছুঁয়ে যায়। বেঁচে উঠি আবার। নতুন দিনের আশায়। বেঁচে উঠি বারবার।
কার যেন একটা পোস্ট দেখলাম সামহোয়ারইনের নেশা কাটাতে চাইছেন। এখানে সামহোয়্যারইন বা যে কোন ওয়েবসাইট ঢোকা থেকে নিজেকে বিরত রাখার একটা পদ্ধতি বলছি। ঠিক করুন বা ভুল করুন নিজ দায়িত্বে করবেন। আমার সাথে চেঁচামেচি করে লাভ হবে না। শুধুমাত্র উইন্ডোজ এক্সপিতে টেস্ট করা হয়েছে।
উল্লেখ্য এভাবে আমার কোন লাভ হয়নি। কিছুক্ষন পর ঠিকই আবার সেটিংস ঠিক করে নিয়েছিলাম। সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে সেল্ফ এবস্টিনেন্স।
১। উইন্ডোজ বাটনে ক্লিক করুন।
২। তারপর রান মেনুটিতে ক্লিক করুন।
৩। রান ডায়ালগ বক্সে টাইপ করুন cmd
৪। কালো উইন্ডোটাকে ভয় পেয়ে লাভ নেই।
নীচের কমান্ডটা কপি করে উইন্ডোর উপর রাইট ক্লিক করে পেস্ট করুন। তারপর এন্টার দিন।
echo 127.0.0.1 http://www.somewhereinblog.net >> C:\WINDOWS\system32\drivers\etc\hosts
৫। ব্রাউজার বন্ধ করুন। তারপর আবার ওপেন করে সামহোয়্যারইনের এড্রেস দিল এরর দেখাবে।
ফিরিয়ে নিয়ে আসতে
১। উইন্ডোজ বাটনে ক্লিক করুন।
২। তারপর রান মেনুটিতে ক্লিক করুন।
৩।
রান ডায়ালগ বক্সে টাইপ করুন notepad C:\WINDOWS\system32\drivers\etc\hosts
৪। http://www.somewhereinblog.net লেখা যত লাইন আছে সব লাইনগুলো ডিলিট করে দিন। এবং সেভ করুন।
৫। ব্রাউজার বন্ধ করুন।
তারপর আবার ওপেন করে সামহোয়্যারইনের এড্রেস দিল ঠিক দেখাবে। না পেলে রিফ্রস করুন।
গুডলাক উইথ ইওর ওয়ার্ক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।