আমাদের কথা খুঁজে নিন

   

সামহোয়ারইনের ব্যান, রাজনীতি ও কিছু কথা

গভীর কিছু শেখার আছে ....

মাহবুব মোর্শেদ ভাই এর সর্বশেষ পোস্টে দেয়া ফজল ভাই এর কমেন্টের সাথে একমত আমি। ............. রাজাকাররা এখন মুক্তিযোদ্ধাদের মুখোশ পড়ে স্বাধীনতা হরণে নেমেছে। অথচ কিছু অন্ধ ব্লগার কোন কিছু না বুঝেই ছাগলের তিন নাম্বার বাচ্চার মতন তাদের সাথে লাফালাফি করছে। ............... ভালো ও নিয়মিত ব্লগারদের ব্যান করাটা সত্যিই দুঃখজনক। তবে এসব ব্লগাররাও কিসের নেশায় আত্মহুতিতে মেতে উঠেছিলেন, তা খুব জানতে ইচ্ছে করে! তারা কি একবারের জন্যও স্বাধীনতা বিরোধীদের চক্রান্ত'র কথা ভেবে দেখে নি? ......... এসব ব্লগার ব্যান হলে কাদের উপকার হবে তা কি আদৌ ভাবা হয়েছিলো? ........... যে কোন উপায়ে মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তিকে ব্যান করতে মরিয়া গ্রুপে ফাঁদে পা দিয়ে বসে এখন হা-হুতাশ করে কি লাভ! আন্দোলনের ইতিহাস অনেক আছে আমাদের, ইতিহাস আমাদের ঐতিহ্য। তবে ভেবে চিন্তে এগুলে কি হয়! স্বাধীনতার তিন যুগ পেরিয়ে এখনও যদি আমরা স্বাধীনতার বিরুদ্ধ শক্তিকে চিনতে ভুল করি তাহলে সত্যিই কপাল চাপড়ানোই ভালো বুদ্ধি হবে! স্বাধীনতার বিপক্ষ শক্তিরা মুখোশ পড়ে আমাদের নিজেদের মাঝেই সৃষ্টি করে চলেছে বিভেদের দেয়াল, অথচ আফসোস, আমরা এখনও তা ধরতে পারছি না! গালাগালির ভাষা ত্যাগ করে স্বাধীনতাবিরোধী কোন পোস্ট যাতে সামহোয়ারইনে আসতে না পারে, সে ব্যাপারে ব্লগ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করাটাই কি সঠিক কাজ হবে না? এসব স্বাধীনতাবিরোধীদের রাজনীতি বুঝতে আমাদের আরো বেশি সজাগ হতে হবে, পাল্টাতে হবে আমাদের এপ্রোচ। তবে আমরা কখনো পরাজিত হবো না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.