আমাদের কথা খুঁজে নিন

   

ডুবে যাই সুরের শুরায়

চাঁদের দিকে হাত বাড়ালে তার আলো কিছুটা লেগে যায় চিত্তে

তোমার গেয়ে যাওয়া ভালবাসার কীর্তন হাজার রঙে বর্নিল মনের চোখে প্রতিফলিত হয় সে রঙের আলোক রশ্মি লাল, নীল, হলুদ, সবুজ কত্ত রঙের সুর! তোমার এই সুরের রঙে আমি নিত্য আঁকি তোমার আমার ভালবাসার ছবি সে ছবিতে তুমি থাক নানান সুরে মোহময়। তুমি কি একটা ছবি এঁকে দেবে আমায়? আমার একটা ছবি তোমার সেই সুরের রঙে- যে ছবিটাতে আমি স্বপ্নের খোজে এক ক্লান্ত অতলচারী! তোমার চোখদুটোকে সাগর ভেবে আমি ডুব দিব খুঁজে পেতে সুরের শুরা। মনি মুক্তার ঝলকানী নয় ,আমার চাই একমুঠো রঙিন সুর। তোমার ছবি তো আমার মনের ক্যানভাসে উড়ছে পতপত করে পতাকার মতো। সেই প্রথম দেখার ছবি আমি প্রতিদিন তাতে ভালবাসার তুলিতেই সুরের প্রলেপ মাখি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.