কে বোঝে কতটা বিষন্ন অনন্ত এই চন্দ্রায়ণ
হয়তো অভিমানে বেড়ে যায় ভালবাসার গভীরতা
এভাবে আরো অভিমান জমে যদি পলির স্তরে স্তরে
ঊর্বর থেকে ঊর্বরতর হয় তবে প্রেমের জমিন।
তবুও অভিমান যদি রয় অপেক্ষায় শতত নিশ্বাসে,
অনুরাগের কাব্য রচনায় যদি বীজ শুকিয়ে আসে?!
মানি না তবে অভিমানে বেড়ে যায় ভালবাসার গভীরতা
অথবা হয়তো বাড়ে!
কিন্তু দীর্ঘ অভিমানে বেড়ে যাওয়া গভীরতায়
হয়তো ভালবাসাই ডুবে মরে।।
২৭/০৪/১০
. ========
আচ্ছা!এখানে অভিমান শব্দের বিপরীতে বিরহ শব্দটি ব্যবহার করলে কেমন হয়?
হয়তো বিরহে বেড়ে যায় ভালবাসার গভীরতা
::::::::::::::::::::::::::::::::::::::::::
::::::::::::::::::::::::::::::::::::::::::
কিন্তু দীর্ঘ বিরহে বেড়ে যাওয়া গভীরতায়
হয়তো ভালবাসাই ডুবে মরে।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।