আমাদের কথা খুঁজে নিন

   

ওপার থেকে লেখা...

মাথায় অনেক গল্প আসে; কিন্তু লেখার মত পর্যাপ্ত ধৈর্য-শ্রম-অধ্যবসায় নেই। গল্পগুলোকে তাই ছোট করে কবিতা বানাই...

পৌষের এক ভেজা রাতে সাংগু নদীটির তীরে শুয়ে - একা শীতের কান্নায় ভেজা বিস্তীর্ণ সবুজের মাঝে - ছড়িয়ে দু'পা নিঃশব্দ আমি; কান পেতে শুনি কোনও এক রাতজাগা পাখির ডানা ঝাপটানোর আওয়াজ, জগতের একমাত্র আওয়াজ - আর সব চুপচাপ নিঃশব্দে বয়ে চলে নির্ঝরিনী। কুয়াশার চাদরে অস্পষ্ট আকাশ চাঁদের নেশা লাগানো আলোয় পানিদের একটানা বয়ে চলা দেখে চুপচাপ আমি এবং আমরা শুয়ে আছি; জগতের শ্রেষ্ঠ সময়ে শ্রেষ্ঠ এক স্থানে।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।