আমাদের কথা খুঁজে নিন

   

~দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ওপার~

আমার এই পথ চাওয়াতেই আনন্দ
দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ওপারে আমার সুর গুলি পায় চরন আমি পাইনে তোমারে।। বাতাস বহে মরি মরি আর বেধে রেখ না তরী এসো এসো পার হয়ে মোর, হৃদয় মাঝারে।। তোমার সাথে গানের খেলা দূরের খেলা যে, বেদনাতে বাশি বাজায় সকল বেলাযে।। কবে নিয়ে আমার বাশি বাজাবেগো আপনি আসি আনন্দময় নীরব রাতে নিবিড় আঁধারে। ~দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ওপারে~ আজ সারাদিন এই রবীন্দ্রসংগীতটা মাথা বাঁজছিল। আপনাদের সাথে শেয়ার করলাম।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।