একটু স্বাধীন ভাবে উড়তে চাই
আজ নীলিমা এসেছে আমারই কাছে,
কষ্টের যাতনা আমাকে ফিরিয়ে দিতে।
কষ্টের আল্পনা এঁকেছে আমার হৃদয়ে,
আমারই আনন্দ ফিরিয়ে নিয়ে।
আজ আমি আর কিছু বলব না,
বলব না আমার সব যাতনা।
দিব না কোন অভিযোকের ধারা,
বলব না তাদের কষ্ট দিয়েছে যারা।
নিশ্চুপ হয়ে থাকব প্রতিটি ক্ষণে,
সব ঢেকে রাখব আমারই ছোট মনে।
কষ্ট আজ আমার এক সাগর নদী,
যা আমি বয়ে যাব শেষ নিরোবদী।
আমি তো ছিলাম আনন্দ নির্ভক নর,
আজ কেনইবা হলাম আমি নিথর এক জড়।
সব স্মৃতি আজ আমাকে হাতছানি দিয়ে ডাকে,
সে আমার চোখে ভাসে, সব দিয়েছিলাম যাকে।
যে নীল বেদনা আমার হৃদয়ে আঁকা,
সে নীল বেদনা আজ দিয়েছে দেখা,
সে নীলিমা হয়ে আজ আমারই সামনে,
দিচ্ছে নীল বেদনা আমারই ছোট মনে।
[sb]নীলমেঘ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।