আমাদের কথা খুঁজে নিন

   

রুপালী নুপুর এবং অথৈ নীলিমা কে

নিজের সম্পর্কে লেখার কিছু নেই । সাদামাটা ।

আপনাদের দু'জন কে ধন্যবাদ আমার ব্লগ এর লেখা দেখার জন্যে । কারন আপনারই প্রথম দু'জন যারা এটা দেখলেন বলে উল্লেখ করা ছিলো। আপনাদের ব্লগে গিয়ে ধন্যবাদ জানাতে চেষ্টা করেছিলুম ।

হয়নি । আমি নোতুন তাই কোনও মন্তব্য করতেও পারিনি ব্লগের নীতিগত কারনে । তাছাড়া, কোথায় কি ভাবে কি করলে কি হয়, এতে অভ্যস্ত নই । এ অক্ষমতা আমারই । অথৈ নীলিমা কে বলছি, সব মানুষের মোনের ভেতরই একটি শিশু বাস করে ।

আমরা দেখিনে, তার বাঁশীতে সুর তুলতে জানিনে বলেই তা থেকে যায় অধরা । যদি কখোনো কারো বাঁশীতে সুর তোলার কৌশলটি আপনার জানা থাকে, দেখবেন কি বিচিত্র সুর নিয়ত বেজে চলেছে সেখানটাতে । শুধু সহমর্মীতা আর উপযুক্ত ক্ষনটির অপেক্ষায় থাকতে হবে । দেখবেন সেখানে শুধু "নোটন নোটন পা্য়রার বাক বাকুম" ই নয় দেয়ালের ফাঁকে বসা হলদে চড়ুইটির "চিরিক চিরিক" শব্দও শুনতে পাচ্ছেন আপনি । ধন্যবাদ আপনার ব্লগের লেখাটির জন্যে ।

আর রূপালী নুপুরকে বলছি, ক্ষমা চাই আপনার ব্লগের লেখা এখোনো দেখে উঠতে পারিনি বলে । দেখবো, কথা দিলাম ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।