চতুর্মাত্রিক.কম (choturmatrik.com)
বিষয়টি নিয়ে ইতোমধ্যেই যথেষ্ট কথাবার্তা হচ্ছে যে ইদানিং ভালো ব্লগের সংখ্যা আশঙ্কাজনক হারে কম। মিনিটে মিনিটে পোস্ট আসছে কিন্তু মানের দিক থেকে ছাইয়ের চাইতেও সেগুলো খারাপ। ছাই তবু বাসনকোসন মাজার কাজে লাগে, কিন্তু এই হারে কপি পেস্ট পোস্ট কার কী কাজে লাগে আমি জানি না!
ঠিক এই মুহূর্তে সামুর প্রথম পাতার পোস্ট থেকে দেখছি:
১। ক্রিকেট ছেড়ে দিলেন বাংলাদেশ জাতীয় দলের তারকা ব্যাটসম্যান রকিবুল
লিখেছেন অন্তু, ১০ ই মার্চ, ২০১০ রাত ১০:৪৮
২। বাল্য বিয়ে নয়, মৃত্যুর কাছেই হার মানল বাউফলের ১২ বছরের সাথী
লিখেছেন মঈনউদ্দিন, ১০ ই মার্চ, ২০১০ রাত ১০:৪৬
৩।
হট নিউজ। ইউনুস খান & মোহাম্মদ ইউসুফ সবরকমের ক্রিকেট থেকে অনিদ্রিষ্ট কালের জন্য বাদ। রানা নাভিদুল হাসান & শোয়েব মালিক...
লিখেছেন মাহমুদুল হাসান কায়রো, ১০ ই মার্চ, ২০১০ রাত ১০:৩২
৪। ১২ হাজার কি.মি. দূর থেকে আফগানিস্তানে কেন এসেছেন? যুক্তরাষ্ট্রের প্রতি ডঃ আহমাদিনেজাদ
লিখেছেন বিপদ-আপদ, ১০ ই মার্চ, ২০১০ রাত ১০:২৬
৫। শিক্ষাঙ্গনে হয়রানি
লিখেছেন তানবিরটি্এলপি, ১০ ই মার্চ, ২০১০ রাত ১০:২১
৬।
মুজিব স্বাধীনতার ঘোষনা দেয়নি এটা ঠিক তবে যারা বলে জিয়াই স্বাধীনতার ঘোষক তাদেরকে বলছি।
লিখেছেন প্রিন্সেস ঢাকা, ১০ ই মার্চ, ২০১০ রাত ১০:২০
============
এই ছয়টি পোস্ট সরাসরি কোন না কোন পত্রিকা বা খবরের সাইট থেকে কপি করা খবর নিয়ে। কোন কোন পোস্টের ভিতরে হিজিবিজি সংকেত দেখে বুঝলাম যে সেগুলো ইউনিকোডেও ঠিক মতো কনভার্ট করেন নি লেখক ব্লগার। যেমনে তেমনে কপি করে সাঁটায় দিয়েই পোস্ট করে দিছেন।
সময়ের ব্যবধান দেখুন, মাত্র আটাশ মিনিটের মধ্যে প্রথম পাতার পনেরটি পোস্টের মধ্যে ছয়টাই এই আবর্জনা।
পরের পাতায় গেলে আরো ভুরি ভুরি পাওয়া যাবে!
সামহোয়্যার কোন খবরের সাইট না। এটা একটা কমিউনিটি ব্লগ। গাদা গাদা খবর যদি জানতেই হয়, যদি হট নিউজ-ব্রেকিং নিউজ-গরমাগরম খবর জানতেই হয় তাহলে বেশ কিছু দূর্দান্ত বাংলা ও ইংরেজি সাইট আছে। একটু গুগলে সার্চ দিলেই পাওয়া যায়! তারপরেও সেই জরুরি খবরের এমন বারংবার উল্লেখ শুধু বিরক্তিকরই নয়, মেজাজ খারাপ করিয়ে দেয়ার জন্যে যথেষ্ট!
তাই, হে মহামান্য কপি-সাঁটানো ভাইসবেরা, আপনারা যে খবর পড়ছেন, আমরাও সেই খবর পড়ছি। শুধু শুধু খবরের কপিপেস্ট গোলানো মণ্ড আমাদের আর খাওয়াইয়েন না।
যদি নিতান্তই পোস্টানোর কিছু না পান, তাইলে এই সব নিউজ নিজেদের ব্লগে দেন- প্রথম পাতা খালি রাখেন। আপনার সরবরাহকৃত খবরে আগ্রহী লোকজন সানন্দে আপনার ব্লগে গিয়ে পড়ে নিবে।
যারা এই নিদারুণ কপিসাঁটানোর অত্যাচারে সামু ছেড়ে চলে যাওয়ার দশা, তাদের জন্যে আপনাদের কি একটুও দয়া হয় না???
এর হাত থেকে নিষ্কৃতির উপায় কী!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।