তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো... ♫ ♫♫ ♫ ♫
সামহোয়্যারে লিখছি আজ কতো দিন হবে? মনে নেই। দিনের হিসেবে, মাসের হিসেবে একে তুলনা করা যায় না । রোজ ঘুম ভাঙ্গলেই এক অস্থিরতা, সেই অস্থিরতায় নেটে ঢুকে তারপর দিনের প্রথম চায়ে চুমুক, রাতে ক্লান্ত হয়ে বাড়ি ফিরলে কাপড় ছাড়ার আগেই আরেকবার নেটে ঢু মেরে যাওয়া ।
এখানের প্রতিটি নাম, প্রত্যেকের আচার আচরন, প্রত্যেকের কথাবার্তায় এক ধরনের আত্মীয়তার ছাপ পাই, আর তাই ছোটবেলার বন্ধুবান্ধবদের সাথে ভার্চুয়াল এই বন্ধুদের সাথেও এক ধরনের আত্মীয়তার ছাপ পাই। খুব ঘনিষ্ঠ মনে হয় এখানের চেনা না চেনা বন্ধুদের ।
এই বন্ধুতায় মাঝে মাঝেই কিছু বরাহ শাবকের উৎপাত থাকে, সেই উৎপাত আমরা সবাই মিলে তাড়িয়ে দেই। বাকী সময়টা আমাদের, একান্তই আমাদের। আমাদের কাঁচা হাতের অপটু লেখার জমিন, আমাদের দিন রাত্রির সুখ দূঃখ, আমাদের ছোট্ট ছোট্ট কবিতার, প্রিয় গানের, প্রিয় মুখের হৃদিক বর্ণন ।
প্রিয় বন্ধুরা, এই যে বাংলায় লেখালেখি করছি, এই যে বাংলায় কথা বলছি, এই যে বাংলাদেশ নামের ছোট্ট দেশটাকে আমরা আমাদের ছোট্ট বুকে ধারন করি, আমরা স্বপ্ন দেখি একদিন আমাদের দেশটাও পৃথিবীর সবচাইতে সমৃদ্ধ দেশ হয়ে গড়ে উঠবে, এর পেছনে অনেক কথা আছে ।
এই দেশ এমনি এমনি আসে নি।
এই দেশের জন্য আমাদের পূর্বপুরুষের বহু ত্যাগ আছে । তাদের অনেক কষ্ট, রক্ত, ঘাম আছে।
সেই ছেলেটির কথা মনে করুন, যে ছেলেটি মাত্র ১৪ বছর বয়েসে অস্ত্র হাতে ঝাপিয়ে পড়েছিল ৭১ এ, কোন এক অজানা গ্রামে এক মাঝরাতে তাকে বেয়নেটে খুচিঁয়ে খুচিঁয়ে হত্যা করেছিল পাক সেনাদের দোসর রাজাকাররা ।
আপনার বোনের দিকে তাকান, ঠিক এই বয়েসেরই একটা মেয়ে একদা স্বপ্ন দেখেছিল নিকোনো উঠোনের একটা ঘরে লালটুকটুক বৌ হয়ে মাথায় কাপড় পেচিঁয়ে সে ঘরকন্না করবে।
সেই মেয়েটির স্বপ্ন পূর্ণ হয় নি, এক বিকেলে তাকে ধরে নিয়ে গিয়েছিল আলবদর বাহিনী।
তারপর রাতের পর রাত সেই বিভৎস নির্যাতন, আপনার বোনের মতোই ফুটফুটে সেই মেয়েটির আর ফিরে আসা হয় নি ।
একেকটা সময় থাকে, সেই সময় পাল্টে দেয় মানুষের সারাটা জীবন, মানুষের স্বপ্ন, সাধ, ভালোবাসা ।
সে তুলনায় আমি বা আপনি কী করছি? কিছুই না। বেশ আরামে একেকটা দিন কাটাচ্ছি, স্কুলে যাচ্ছি, চাকুরি করছি, ঘরসংসার করছি।
প্রিয় বন্ধু আমার,
৭১ সালের সেই কিশোরের প্রতি, সেই সম্ভ্রম হারানো বোনের প্রতি আপনার কি কোন দায় নেই? নেই কি রক্তের ঋণ?
নিজেকে প্রশ্ন করুন।
আর জবাব যদি হয় " হ্যা ", তাহলে আপনাকে ছোট্ট একটা কাজ করার অনুরোধ করছি।
জ্বি, আবার একটা ইমেইল আন্দোলন।
এই লেখাটি পড়ার পরে এই পোস্টে আপনার সংহতি জানান ,
আর আরিলকে মেইল করুন।
গ্রামে গঞ্জে নিহত অগনিত মুক্তিযোদ্ধা, শত্রু শিবিরে পানি পানি করে চিৎকার করা অগনিত মুক্তিযোদ্ধা, মায়ের কোলে ফিরে না আসা শত সহস্ত্র আমাদের মতো কিশোর তরুন মুক্তিযোদ্ধা, অত্যাচারে অত্যাচারে জ্ঞান হারানো আমার কিশোরী বীরাঙ্গনা বোন মুক্তিযোদ্ধা,
রাতের আধাঁরে চোখ বেধে নিয়ে যাওয়া পিতা পিতামহ মুক্তিযোদ্ধা,
এদের সকলের রক্তের কসম কেটে প্রতিজ্ঞা করুন,
সামহোয়্যারকে সুন্দর ও জনপ্রিয়ভাবে চালাতে হলে মুক্তিযোদ্ধাদেরকে কুকুর বলে গালি দেয়া, কুখ্যাত রাজাকার কামরুজ্জামানের পুত্র ওয়ামিকে প্রকাশ্যে ঘোষণা দিয়ে ব্যান করতে হবে এবং সেই ব্যানের নোটিশ প্রথম পাতায় স্টিকি করে রাখতে হবে আগামী ২৬ মার্চ পর্যন্ত।
মহান স্বাধীনতার মাসে আমরা যেন আমাদের পূর্বপুরুষের রক্তকে কলংকিত না করি ।
আমাদের রক্তে, আমাদের দ্রোহে যেন প্রমান করতে পারি, এই দেশের পবিত্র ইতিহাস মুছার দূঃসাধ্য কোন কাপুরুষেরই নেই ।
বন্ধুরা, আসুন, যুথবদ্ধ হোন।
আসুন, একটা মেইল দিয়ে আপনার দাবীর পক্ষে উচ্চকন্ঠ হোন ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।