আমাদের কথা খুঁজে নিন

   

সামহোয়্যারের আটটি এ্যাডঃ ব্লগাররা তাড়াতাড়ি প্রোফ্ইলে ছবি এ্যাড করুন

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।
গত কয়েকদিন ধরে সামহোয়্যার ইর ব্লগ ফেইস বুকে এ্যাড দিচ্ছে তথ্যটা বোধকরি সবার জানা । আমি এই এ্যাড নিয়ে দুটি পোস্টো দিয়েছিলাম । গত ২৭ আগস্ট সামহোয়্যারের প্রথম এ্যাড দেখে দিয়েছিলাম এই পোস্টটি- পুকুর- ইন ইউর ওন মাদার টাঙ্গ আর ৩০ আগস্ট আরো একটি নতুন এ্যাড দেখে দিয়েছিলাম এই পোস্ট- সামহোয়্যারের আরো একটি এ্যাড ফেইসবুকে এবং পোস্ট দেবার পর একজন ব্লগারের নিকট জানতে পারলাম যে ফেইসবুকের জন্য সামহোয়্যার সাতটি এ্যাড তৈরী করেছে ।

তার মধ্যে একটি এ্যাড মেহেদি সম্পর্কিত যা শুধুমাত্র মেয়ে ইউজাররা দেখতে পাবেন (কিন্তু আমিও তো দেখলাম.. তথ্যটি সঠিক নয়) । অপেক্ষায় ছিলাম কি করে সাতটি এ্যাড দেখব । আজ মাত্র দুই ঘন্টায় আটটি এ্যাডই দেখলাম এবং সাথে সাথে স্ক্রীণ শট এবং তা আপনাদের সাথে শেয়ার করলাম । সামহোয়্যারের সাতটি এ্যাড । আটটি এ্যাড এর মধ্যে উল্লেখ্য যে কয়েকজন গুণী ব্লগারের নামে তাদের প্রোফাইল ছবি দিয়ে এ্যাড এসেছে ।

এদর মধ্যে চিকন মিয়াকে দেখে সবচেয়ে মজা পাইছি । আইডিয়াটা জটিল লাগছে । চিকনমিয়ার নাম দিয়ে এ্যাড দেয়া (যদিও আই-থিংক এই ভাবে মানে ইজারদের প্রোফাইল পিক দিয়ে এ্যাড দিচ্ছে কিন্তু চিকনমিয়ার বিষয়টা ইউনিক, অন্যান্য ব্লগারদের থেকেও ) । তাই বন্ধুরা হেলা ফেলা করে সময় নষ্ট না কইর‌্যা তাড়াতাড়ি নিজের ফটক সহ প্রোফাইল সমৃদ্ধ করুন আপনার ছবিও ফেইসবুকের এ্যাডে জায়গা পেয়ে যাবে । ফলাফল প্রেম অণিবার্য!!!! আটটি এ্যাড (এ পর্যন্ত যে কয়টা পেলাম) এ্যাড নিয়ে আপনাদের মন্তব্য প্রত্যাশা করছি ।

কোনটি সবচেয়ে মজার এবং সফর এ্যাড বলে মনে হয় , মন্তব্য করুন । সামহোয়্যারের সাতটি এ্যাড । ১. ২. ৩. ৪. ৫. ৬. ৭. ৮.
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.