বন্ধুদের নিয়ে বাঁচি
এই মুহূর্তে রাজাকারদের সবচে বেশি দাপট বোধ হয় সামহোয়্যার ইন ব্লগে। কেন!ব্লগটির সম্পাদকীয় নীতিতেই রাজাকারদের আচড়ন বিধি নিয়ে স্পস্ট অবস্থান থাকা উচিত।
বলছি, সামহোয়্যার ইন ব্লগ রাজাকারদের হলে কোন আপত্তি নেই। রাজাকারদের কোন প্রতিষ্ঠান থাকতেই পারে। কিন্তু পরিচয় স্পস্ট হলে আমি অন্তত এখানে থাকতাম না।
আমার বিশ্বাস অনেকেই এখানে লিখবে না। দৈনিক সংগ্রামে গিয়ে যেমন রাজাকারদের বিরুদ্ধে কেউ কিছু বলে না।
সামহোয়্যারকে এধরনের কথা শোনাতে আমার সত্যিই কষ্ট হচ্ছে। এর আগে আমি কোন ব্লগে লেখিনি। বাংলায় লেখা যায় এজন্য আমার অনেক অহংকার এনিয়ে।
আমার অভিযোগ হলো ঃ
ক. অশ্লিল কথা ,উষ্কানীমূলক কথা ব্যান করার চিন্তা করলেও দেশদ্রোহীতা প্রকাশ পায় এমন মন্তব্য ব্যান করার ব্যবস্থা কেন নেই। রাজাকারদের কাছ থেকে নতুন করে কী যুক্তি শোনাতে চায় সামহোয়্যার?
খ. বিজয় দিবসে কেন কোন বিশেষ আযোজন নেই?
গ.উদারতা মানে নিশ্চয়ই স্বাধীনতা বিরোধী চিনিহত কনঠস্বর গুলোর সঙ্গে গোল টেবিল বৈঠক করা নয়? রাজাকার ধর্ম ব্যবসায়িদের বক্তব্য তো সব শোনা হয়েছে।
সামহোয়্যার কতৃপক্ষ এসব বিষয়ে কোন বক্তব্য না দিলে এটাই এই ব্লগে আমার শেষ লেখা। আমি উপরের অভিযোগগুলোর ভিত্তিতে বুঝে নেব এই ব্লগে রাজাকারদের আঁছর আছে!!
আশা করি আমার পছন্দের যায়গাটিতে আরো লিখতে পারবো। মেধাবী তরুনদের লেখা পড়তে পারবো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।