আমাদের কথা খুঁজে নিন

   

শিক্ষার্থীদের রক্ষাকবচ ‘দলীয় পরিচয়পত্র’ !!!


‘দলীয় পরিচয়পত্র’ শিক্ষার্থীরা এখন পকেটে রাখে আ’লীগ নেতার সার্টিফিকেট। আইন-শৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের যৌথ হয়রানিতে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আতঙ্ক বিরাজ করছে। ক্লাসের লেখাপড়া কিংবা আবাসিক হলের সিট নিয়ে কোনো ধরনের মতবিরোধ দেখা দিলেই তা রাজনৈতিক রূপ নিচ্ছে, বিরোধী রাজনৈতিক আদর্শের অভিযোগ দিয়ে শারীরিকভাবে নির্যাতন করছে ছাত্রলীগ নেতা-কর্মীরা। মারধর করে তুলে দেয়া হচ্ছে পুলিশের হাতে। এতে অনেক সাধারণ শিক্ষার্থীও হয়রানির শিকার হচ্ছে।

এ নির্যাতন ও হয়রানি থেকে বাঁচতে অনেক সাধারণ ছাত্র এখন বহন করছে আওয়ামী লীগের ‘দলীয় পরিচয়পত্র’। জেলা, থানা ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি/সাধারণ সম্পাদকের কাছ থেকে নেয়া ‘দলীয় পরিচয়পত্র’ নিয়ে বিভিন্ন ক্যাম্পাসে ক্লাসে অংশ নিচ্ছে শিক্ষার্থীরা। ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীর-নগর, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, খুলনার বিএল কলেজ, বরিশালের বিএম কলেজসহ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতি-ষ্ঠানের শতাধিক শিক্ষার্থী আওয়ামী লীগের ‘দলীয় পরিচয়পত্র’ নিয়েছে বলে তথ্য পাওয়া গেছে। আপনার দলীয় পরিচয়পত্র আছে কি ? না থাকলে, আজই সংগ্রহ করুন । হয়রানি মুক্ত ও সকল সুবিধাদি ভোগ করুন।

সূত্রঃ
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.