আমাদের কথা খুঁজে নিন

   

নারীমুক্তি

জগৎ সংসারে কত ক্ষয় হলো সুগন্ধি সাবান। ঘ্রান তো মিলিয়ে গেলো নিমিষেই। bbl_bu@yahoo.com

কে বলে যে অবদমন করতে হবে চারপাশ তবেই মিলিবে মুক্তি নারীর আমি বলি যত পার স্বাধীনতা দাও স্বাধীনতার চুড়ান্ত মাত্রা হলো মুক্তি। মুক্ত আকাশ দেখতে দাও উদার আকাশে উড়তে দাও চলতে দাও বন্ধুর পথ, চেনা অচেনা চারপাশ এবং মিশতে দাও সকল সভ্যতার নীল-রঙে। নারী কেবল নারী হবে মুক্তি পেলে------ পুরুষতন্ত্রের ধ্বজা থেকে মুক্তি পেলে। পৃথিবীতে নারীতন্ত্র চালু হোক, মুক্ত হোক পুরুষ ক্ষমতা কেড়ে নিয়ে নারী হয়ে উঠুক শক্তিধর এটম বোমা কিংবা হাইড্রোজেন বোমা বানাক নারী ধ্বংশ করে দিক পুরুষের আস্তানা, পুরুষ শাষিত শক্তি তবেই মুক্তি মিলিবে নারীর তবেই মুক্তি আসিবে ধরনীতে নতুবা নারী মুক্তি ফাঁকা আওয়াজ নতুবা নারীকে শিকারি হয়ে থাকতে হবে পুরুষের, পুরুষতন্ত্রের।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.