সুখ চাহি নাই মহারাজ—জয়! জয় চেয়েছিনু, জয়ী আমি আজ। ক্ষুদ্র সুখে ভরে নাকো ক্ষত্রিয়ের ক্ষুধা কুরুপতি! দীপ্তজ্বালা অগ্নিঢালা সুধা জয়রস, ঈর্ষাসিন্ধুমন্থনসঞ্জাত,সদ্য করিয়াছি পান—সুখী নহি তাত, অদ্য আমি জয়ী।
আমি পুরুষ ভালবাসি
নিয়ত আমি আমার শান্দেউরিতে খড়িমাটি দিয়ে তাই
লিখে রাখি একেকটি পুরুষের নাম
তাদের নিয়ে আমি আজ মহা ব্যস্ততায় আছি।
পুরুষেরা আমায় আনন্দ দেয় বেশ
পুরুষেরা আমার পশুত্বে নাড়া দেয় অহরহ
পুরুষেরা আমার গ্রীবা আলিংগন ক'রে চুম্বনে উঠায় ছাল
(যদিও শিকড়ে ও বাকলে ঢাকা থাকে এ শরীর)
পুরুষেরা আমার শরীরী গ্রন্থিতে জ্বেলে দেয় তুষের আগুন
পুরুষেরা আমার অণুপরমাণু ভেদ করে ঢুকে পড়ে
অজস্র পিঁপরের মত
পুরুষেরা আমার বহুগামীতাকে ঘিরে দলবদ্ধ হয় রোজ
পুরুষেরা টাইপরাইটার যেন, আমি তার সফল মূদ্রাক্ষরিক।
না, পরপুরুষ ব'লে আমার কেউ নেই, সকলেরই আমি বহু চেনা
সকলেরই আদ্যন্ত প্রফাইল স্থাপন করেছি আমার সমস্ত অবয়বে;
ধারণ করেছি আমার শ্রোণীদেশে
আমার করোটিয়ুক্ত দু'বাহুমূলে
আমার মেলে রাখা পায়ের পাতায়
আমার এ নগ্ন উরু ও পশ্চাৎদেশে
আমার আজানু গ্রীবা ও গন্ডমূলে
আমার অসম বুকে ও জংঘায়
আমার জিহ্বায় ও আয়ত দুই চোখে
এবং আমার মেধায় ও মননে, চেতনায় চেতনায়
পুরুষেরা পরাধীন তবু। পরাধীন খুব কেননা, যে আমি
শান্দেউরিতে খড়িমাটি দিয়ে লিখে রাখি পুরুষের নাম
তার স্বাধীনতা নিয়ে ওরা তামাশা জমায় প্রতিদিন;
পুরুষ ভালবাসি তবু, কেননা অনুগামী আমি মানুষের।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।