খুব জানতে ইচ্ছে করে...তুমি কি সেই আগের মতনই আছো নাকি অনেকখানি বদলে গেছো... সোর্স: পরিবর্তন.কম সিপিবির সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান খান বলেছেন, “জিয়াউর রহমান কোনো মুক্তিযোদ্ধা ছিলেন না। তিনি ছিলেন আইএসআই'র এজেন্ট।” শনিবার দুপুরে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘সাম্প্রদায়িকতা ও জঙ্গীবাদ বিরোধী মঞ্চ’ আয়োজিত ‘স্থিতিশীল গণতন্ত্র ও শান্তিপূর্ণ স্বদেশের জন্য আরো সক্রিয় ও ঐক্যবদ্ধ প্রয়াস চাই’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। তিনি আরো বলেন, “খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ করার পর তার বক্সে আইএসআই এর চিঠি পাওয়া গেছে। সেখানে প্রমাণ আছে যে জিয়া আইএসআই এর এজেন্ট ছিল।” এসময় উদয়ন স্কুলে ছাত্রীদের জামার হাতা কাটা প্রসঙ্গে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, “উদয়ন স্কুলের ঘটনাকে কেন্দ্র করে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি চেষ্টা চালানো হচ্ছে।” এসব অপপ্রয়াস রুখতে সকলকে সজাগ থাকার পরামর্শ দেন মেনন। সংগঠনের সভাপতি অজয় রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জাসদের কার্যকরী সভাপতি মাঈন উদ্দিন খান বাদল, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য বিমল বিশ্বাস, জাসদের নাজমুল হক প্রধান, খেলাঘরের ডা. লেনিন, মুক্তিযুদ্ধ সংহতি পরিষদের আফজাল হোসেনসহ আরো অনেকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।