Not to be a leader.. But make a real leader.
"মুক্তিযুদ্ধের স্বপক্ষের" অনেকেই জিয়াউর রহমানকে পছন্দ করেন না। তবে কেন পছন্দ করেন না সেটা তারা নিজেরাও জানেননা। তাদেরকে জিজ্ঞেস করা হলে তারা "জামায়াত"-"রাজাকার"-"ছাগু" ইত্যাদি অসংলগ্ন কথা বলেন।যাই হোক,জিয়া হেটার দের জন্যে কুইজ :
১.সার্কের স্বপ্নদ্রষ্টা কে ?
২.বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানির উদ্যোগ সর্বপ্রথম কে নেন ?
৩.বাংলাদেশের গার্মেন্টস শিল্প কার সময়ে প্রতিষ্ঠিত হয় ?
৪.কার সময়ে বাংলাদেশ সর্বপ্রথম জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যপদ লাভ করে ?
৫.কে সর্বপ্রথম বাংলাদেশ সেনাবাহিনীতে বহিঃশত্রুর আক্রমণ মোকাবেলায় গেরিলা
পদ্ধতিতে প্রশিক্ষণ পদ্ধতির সূচনা করেন ?
৬.খাল খনন কর্মসূচির উদ্ভাবক কে ?
৭.বাংলাদেশে কার উদ্যোগে সামাজিক বনায়ন শুরু হয় ?
৮.কে একুশে পদকের প্রবর্তন করেন ?
৯.শিশু কিশোরদের সাংস্কৃতিক ও মানসিক বিকাশে কে সর্বপ্রথম "নতুন কুঁড়ি" অনুষ্ঠান এর প্রবর্তন করেন ?
১০.কার সময়ে বাংলাদেশ ৭৭ জাতি সম্মেলন এর প্রধান নির্বাচিত হয় ?
১১. কে পার্বত্য চট্টগ্রাম ও দেশের বিভিন্ন অঞ্চলে বসবাসরত ৫০+ জাতিগোষ্ঠীর ৩০ লক্ষের অধিক মানুষকে বৈষম্যবিহীন সমান নাগরিক মর্যাদা প্রদান ও বাংলাদেশের স্বতন্ত্র ভাবমূর্তি সমুন্নত রাখতে সফলভাবে "বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবর্তন করেন ?
জিয়া হেটার দের গলা যতটা উঁচু,ততোটা তাদের বুদ্ধিমত্তা উঁচু নয়।আর তাই তারা এই কুইজ এর প্রশ্ন গুলোর উত্তর দিতে পারবেন এই আশা আমি করি না। উত্তরটা তাই আমিই দিয়ে দেই ... সকল প্রশ্নের উত্তর "জিয়াউর রহমান"
আমার লেখা ছিলো না টোকাইয়া আনছি পড়ানোর লাইগা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।