শুক্রবার কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় একটি মাজার জিয়ারত করার আগে সাংবাদিকদের একথা বলেন তিনি।
জাসদ সভাপতি ইনু বলেন, “জিয়াউর রহমান জানতেন যে, বঙ্গবন্ধুর নেতৃত্বেই যুদ্ধ হয়েছে এবং বঙ্গবন্ধুর রাষ্ট্রপতিত্বে গঠিত সরকারের অধীনেই তিনি একজন সেক্টর কমান্ডার হিসেবে মুক্তিযুদ্ধ করেছেন।”
তিনি বলেন, যুদ্ধ শেষেও জিয়া বঙ্গবন্ধুর সরকারের অধীনে একজন সেনা কর্মকর্তা হিসেবে চাকরি করেছেন।
জিয়াউর রহমানকে বাংলাদেশের ইতিহাসের চার নম্বর মীরজাফর ও বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে ইনু বলেন, “কিন্তু বঙ্গবন্ধুকে হত্যার পরে জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধান ও ইতিহাসের সঙ্গে মীরজাফরি করেন।”
ফাইল ছবি
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।