http://www.facebook.com/Kobitar.Khata
শুভাগত হোম- ৩০ বলে করেছে ১০চার ও ৬টি চক্কায় অপরাজিত ৯১। স্টাইক রেট ৩০৩.৩৩!!!!
ডলার মাহমুদ- ১৭ বলে ৮ চার ৬ চক্কায় অপরজিত ৬৬। স্টাইক রেট ৩৮৮.২৩!!!
সগির হোসাইন ৫১ রান করেছে। তবে কত বল ও কতগুলো চার ছয়ে বলতে পারব না। কারন স্কোর বোর্ডে লেখা নাই।
কুকের বোলিং ফিগার দেখুন। ৫-০-১১১-০ স্টাইক রেট ২২.২০
ক্যারবেরীরর বোলিং ৪-০-৭৮-০ স্টাইক রেট ১৯.৫০
বিস্তারিত স্কোর জানতে এখানে ক্লিক করুন।
বাংলাদেশ এ দল এর সাথে ইংল্যান্ড দলের প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ড দলকে বাঙ্গালী চোকরা গুলো এক্কেরে মাইরা ফালাইছে। ১ম ইনিংসে বাংলাদেশ রকিবুলের অপরাজিত সেঞ্চুরীর সৌজন্যে করতে পেরেছিল ২০২। পরে ইংল্যান্ড করেছে ২৮১/৭ রানে ডিক্লেয়ার করেছে।
২য় ইনিংসে বাংলাদেশ করেছে ৩৬২/৫। অর্থ্যাৎ বাংলাদেশ লিড নিয়েছে ২৮৩ রানের। এর পর ক্রিকইফো আর আপডেট দিচ্ছে না। তাই আপনাদের জানাতে পারলাম না। আহা!! আমাদের বড়োরা যদি এমন খেলতে পারত!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।