রিপন
সকাল থেকেই ঢাকা মিছিলের নগরী, হাতে বাঁশের লাঠি, জনশ্রুতির ঠিকান রেসকোর্স ময়দান। যায়গায় যায়গায় হচ্ছে মানচিত্র আঁকা, লাল সবুজের পতাকা। জনশ্রুতির মুখে একটাই শ্লোগান "মুজিব ভাইয়ের পথ ধর, বাংলাদেশ স্বাধিন কর" "বীর বাঙ্গালী অস্ত্র ধর, বাংলাদেশ স্বাধিন কর" । বিকেল তিন টা নাগাদ ইতিহাসের নায়ক বাংলাদেশের অবিশংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। তিনি তার ভাসনে বলেন " ...আমরা এদেশের মানুষের অধিকার চাই।
আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লেকদের হত্যা করা হয়, তোমাদের কাছে আমাদের অনুরোধ রইলো প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোল, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, এবং জীবনের তরে রাস্তা ঘাট যাযা আছে সবকিছু আমি যদি হুকুম দিবার না পারি তোমরা বন্ধ করে দেবে তেমরা আমার ভাই তোমরা ব্যারাকে থাক, কেউ তোমাকে কিছু বলবে না। কিন্তু আর আমার বুকের উপর গুলি চালাবার চেষ্টা করো না। ভাল হবে না, সাত কোটি মানূষকে দাবায়ে রাখতে পারবা না। প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়ােন, প্রত্যেক সাবডিভিসানে, আউমিলিগের নেত্বিতে সংগ্রাম পরিষদ গড়ে তোল, এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়া প্রস্তুত থাকো, মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছারবো ইনসাআল্লাহ্ । এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে;র সংগ্রাম স্বাধিনতার সংগ্রাম।
জয় বাংলা। "
বঙ্গবন্ধুর সেই আগুন ঝরা ১৭ মিনিটের ভাসনই ছিল পুরো নয় মাসের মুক্তিযোদ্ধাদের যুদ্ধজয়ের প্রেরণা ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।