আমাদের কথা খুঁজে নিন

   

স্বাধীনতার ঘোষণার বিভিন্ন পর্যায়

থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে

১. ১৩ মে ১৯৫৪ নিউইয়র্ক টাইমসে প্রকাশিত তাদের দক্ষিণ এশিয়ার প্রতিনিধি মি. জন ডি. ক্যালহানের সাথে ঢাকায় এক সাক্ষাৎকালে যুক্তফ্রন্ট নেতা পূর্ব বাংলার মূখ্যমন্ত্রী শেরে বাংলা ‘স্বাধীন পূর্ব বাংলা ঘোষণার’ কথা বলে উল্লেখ করেছেন। ২. কলকাতা এলগিন রোডে নেতাজী ভবনে এক আবেগময় মুহুর্তে, কলকাতা মহানগরীর নাগরিক সম্বর্ধনা কমিটির সভা গ্রান্ড হোটেলে, ৬৭ সাউদার্ন এভিনিউতে শ্রী অজিত দত্তের বাড়িতে বঙ্গদেশ খন্ডন করা নিয়ে যে বক্তৃতা দেন যার জন্য ঢাকা এলে গৃহবন্দী হন ও দেশে ৯২-ক ধারা চালু হয় ও তাঁর মন্ত্রীসভার কনিষ্ঠ সস্য শেখ মুজিব কারাগারে নিক্ষিপ্ত হন। ৩. ৮ই ফেব্রুয়ারী ১৯৫৭ সন্তোষে পশ্চিম পাকিস্তানীদের উদ্দেশ্যে মাওলানা ভাসানী, ‘ওদের সাথে আর আমাদের একত্রে থাকার প্রয়োজন নেই। আমরা ওদের বিদায় দিয়ে দিলুম, আসসালামু আলাইকুম’। ৪. ১৯৬৯ এর এপ্রিল মাসে কমিউনিস্ট বিপ্লবীদের পূর্ব বাংলা সমন্বয় কমিটি, ‘স্বাধীন পূর্ব বাংলা কর্মসূচী’ ৫. ১১ ফেব্রুয়ারী পুর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের (মেনন) সভাপতি মাহাবুব উল্লাহ পল্টন ময়দানে ‘স্বাধীন গণতান্ত্রিক পূর্ব বাংলা’র ঘোষণা, ৬. ১৭ আগস্ট ১৯৭০ পূর্ব পাকিস্তান ছাত্রলীগের নেতা আ.স.ম আব্দুর রব ‘একটি নতুন জাতির স্বপ্ন’ বক্তব্য, ৭. ২২ ফেব্রুয়ারী ১৯৭১ পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের স্বাধীন জনগনতান্ত্রিক পূর্ব বাংলা’ প্রতিষ্ঠার ঘোষণা, ৮. ৪ ডিসেম্বর ১৯৭০ পল্টন ময়দানে ন্যাপ, কে.এস.পি, জাতীয় লীগ, জমিয়তে উলামায়ে ইসলাম, লাহোর প্রস্তাব বাস্তবায়ন কমিটির যৌথ সভায় মাওলানা ভাসানীর ‘স্বাধীন পূর্ব পাকিস্তান ঘোষণা’ ৯. ১জানুয়ারী, ১৯৭১ জাতীয় মুজাহিদ সংঘের ঘোষণা, ‘স্বাধীন পূর্ব পাকিস্তানের রূপরেখা’ পুস্তক, ১০. ৮ জানুয়ারী ১৯৭১ পূর্ব বাংলা শ্রমিক আন্দোলনের তৃতীয় বার্ষিকীতে সিরাজ সিকদার কর্তৃক ‘স্বাধীন পূর্ব বাংলা’ ঘোষণা, ১১. ৯ জানুয়ারী ১৯৭১ মাওলানা ভাসানী সন্তোষে ‘লাকুম দিনাকুম অলিআদীন’ ঘোষণা ১২. ১৫ জানুয়ারী ১৯৭১ পূর্ব বাংলার বিপ্লবী ছাত্র ইউনিয়ন ‘স্বাধীন পূর্ব বাংলা’ কায়েম করার দাবী, পূর্ব বাংলা শ্রমিক আন্দোলন ১৩. ২মার্চ ১৯৭১ সশস্ত্র সংগ্রামের মাধ্যমে স্বাধীন পূর্ব বাংলা কায়েমের দাবী ১৩. ২১ ফেব্রুয়ারী ১৯৭১ পূর্ব পাকিস্তান ছাত্রলীগের পল্টনের জনসভায় ‘স্বাধীন বাংলাদেশ’ প্রতিষ্ঠার আহবান ১৪. ৭ ই মার্চ শেখ মুজিবুর রহমানের ‘এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম’ ডাক ১৫. ৮ মার্চ ফরোয়ার্ড ব্লক ছাত্র ব্লকের ‘ জয় স্বাধীন বাংলা’র ডাক ১৬. ৯ মার্চ পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির ‘জনগনতান্ত্রিক পূর্ব বাংলা’র ডাক,

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.