আমাদের কথা খুঁজে নিন

   

কোবতে ১



তোমার খোঁপায় গুঁজবো ফুল (ফুল ছাড়া মানাবে ? যে ছিরির চুল !) হারাবো ওই দীঘল চুলে (পার্লারের খরচ টা বাঁচল ব’লে) টানা টানা ঐ চোখের মায়ায় (যেই না টানা ,একটু হলে যেত ট্যারায়) ঐ চাঁদমাখা মুখ আছে হৃদয় জুড়ে (য়্যঁ , ব্রণের চাষ বছর ধরে) দাঁত তো নয় যেন মুক্ত দানা (এর মাঝে দুটো তিনকোণা) মরাল গ্রীবা যেন সকল সুধার আধার (আরে গর্দান এটা, জিগায় আবার) কে রে আমার কোবতে লেখার মাঝে এসে জুটছে? (??????????????????????????)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।