আমাদের কথা খুঁজে নিন

   

"কোবতে" শুনবেন, "কোবতে"?

আমি মহামায়া আঁতেলের আঁতলামী দেখে বড় হাসি পায়, আঁতলামী কমানোর উপায়টা বাতলাই। জ্ঞানী-জ্ঞানী ভাব নেয়া কর তুমি বন্ধ, বুক আর মুখ মাঝে রেখো নাকো দ্বন্ধ। তুমি যেটা মনে কর সেটাই কি নির্ভুল? পর মতে দাম দিও হলেও তা একচুল। পরশ্রীকাতরতা পরিহার কর ভাই, অন্যরে জ্ঞান দিতে নিজে জ্ঞানী হওয়া চাই। অহমিকা কর যদি বড় ভাবো আপনে, লোকে তাতে মুখ টিপে হাসি দেয় গোপনে। তুমি যাহা পার, তাহা আর কেহ পারেনা, এই কথা কখনই অন্তরে রেখোনা। মুখোশের ভন্ডামী তাড়াতাড়ি ছাড় ভাই আঁতলামী ভালো নহে পরিশেষে বলে যাই। (নাহ,এটা কোন "কোবতে" হইলনা।ছড়া হয়ে গেল)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।