শিক্ষা হচ্ছে অমূল্য সম্পদ। শিক্ষা অর্জনের জন্য মানুষ দূরদূরান্তের অনেক দেশ পাড়ি দেয়। শিক্ষাকে পুঁজি করে অনেকে উন্নতির স্বর্ণশিখরে উঠে গেছে। অথচ বর্তমান সময়ে এসে আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি শিক্ষা অর্জন করছে? পড়াশুনা করতে এসে চাঁদাবাজি, মাস্তানি, টেন্ডারবাজি, দখলদারিত্ব ইত্যাদিতে লিপ্ত হচ্ছে। আর নিজের অজান্তে তাদের ভবিষ্যতকে ঠেলে দিচ্ছে অন্ধকারের দিকে। এ বিষয়ে পরিবার থেকে শুরু করে সরকারী ভাবে কার্যকর ব্যবস্থা গ্রহন করা না গেলে আমরা কখনও কাঙ্খিত উন্নতি লাভ করতে পারব না। তবে পরিবার থেকে শিক্ষা অর্জনের বিষয়টি ভাল ভাবে খেয়াল রাখা উচিত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।