শেষ বলে কিছু নেই
জলের ভেতর থেকে
ছেঁকে তুলে আনো সেই আদিমতম জল;
যা স্ফুরিত করেছিল পৃথিবীর প্রথম প্রাণ
অগ্নিকুণ্ডের ভেতর ডুব দাও,
তুলে আনো আগুনের প্রথম স্ফুলিঙ্গ
যা প্রাণে তুলেছিল শঙ্কা আর কামনার আকরিক-ঝড়
আমি একই পাত্রে আগুন আর জল নিয়ে তীর্থে যাবো
আর পথে পথে গহীন পাথর খুড়ে
পুঁতে দেব ভালোবেসে মরে যাওয়া রাজকন্যাদের হাড়
আমি জলোগ্নিকে সাক্ষী করে বলতে পারি
ঐ প্রত্যেকটি হাড়ে
মূদ্রিত আছে আমার আকাঙ্খার শিলালিপি
আমি পাপ-তাড়িত কবি,
নশ্বরতাকে অনুবাদ করি অবিনশ্বর আখরে
আর প্রতিটি অক্ষরকে গভীর খাদে নিক্ষেপ করতে করতে
উঠে যাবো নির্বান-তীর্থে...
সাত আসমান খুঁজে এনে দাও অশরীরী বিশ্বাস-
দিব্য-দেবতা;
তার পায়ে পৃথিবীর প্রথম জলোগ্নি আহুতি দিয়ে
আমি করব অন্তিম কনফেশন...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।