আমাদের কথা খুঁজে নিন

   

চট্টগ্রামের দর্শনীয় স্থান সমূহঃ

চট্টগ্রামে এ দর্শনীয় স্থান সমূহঃ  চট্টগ্রাম শহরের ভিতর দর্শনীয় স্থান সমূহঃ(টিকেট ছাড়া) ১. পতেঙ্গা সমুদ্র সৈকত ২. গোল্ডেন বীচ পতেঙ্গা ৩. ১৫ নং নেভাল এভেন্যু ৪. বিমান বন্দর ৫. ফইল্লাতলী সাগরের পাড় ও ম্যানগ্রোভ বন ৬. পোর্টের টোল সড়ক ৭. রেলওয়ে জাদুঘর ৮. ঝাউতলা আবহাওয়া ওফিস ও ব্র্যাক এর পাহাড় ৯. বাটালী পাহাড় (বিজয় স্তম্ভ) ১০. জিলাপী পাহাড় ১১. সিআরবি পাহাড় ১২. ডি সি হিল ১৩. কর্ণফুলী নতুন ব্রীজ ১৪. ফিরিঙ্গিবাজার ব্রীজ ঘাট/ফিসারী ঘাট (নৌ-ভ্রমন পিয়াসুদের জন্য) ১৫. জাতীয় সংঘ পার্ক (পাচলাইশ) ১৬. বিপ্লব উদ্যান (২নং গেইট) ১৭. সানসেট পয়েন্ট ভাটিয়ারী ও ভাটিয়ারী লেক  চট্টগ্রাম শহরের ভিতর দর্শনীয় স্থান সমূহঃ(টিকেট/পারমিশন প্রয়োজন) ১. ফয়েজ লেক ২. চিড়িয়া খানা ৩. মিনি বাংলাদেশ ৪. কাজীর দেওরী শিশু পার্ক ৫. আগ্রাবাদ কর্ণফুলী শিশু পার্ক ৬. বাটারফ্লাই পার্ক ৭. ভাটিয়ারী গলফ ও কান্ট্রি ক্লাব (আর্মি পারমিশন প্রয়োজন)  শহরের কাছাকাছি একদিনের ভ্রমন এ যাওয়া সম্ভব এমন দর্শনীয় স্থান সমূহঃ ১. কাপ্তাই ২. রাঙ্গামাটি ৩. বান্দরবন ৪. সীতাকুণ্ড ৫. মুহুরি প্রজেক্ট ফেনী ৬. মহামায়া রবার ডেম প্রকল্প মিরসরাই ৭. সহস্র ধারা ঝর্না বড় দারোগাহাট, সিতাকুন্ড ৮. পারকি সমুদ্র সৈকত, আনোয়ারা ৯. বাশখালী বামের ছরা ইকোপার্ক ১০. চকোরিয়া ডুলাহাজরা সাফারী পার্ক চট্টগ্রাম এর আশেপাশে এমন আরও অনেক দর্শনীয় স্থান আছে যেগুলো এখন মনে পরছে না পরে মনে পরলে যুক্ত করে দেব। কারও যদি লিষ্ট এর বাইরে কোনোটা মনে পরে কমেন্টে উল্লেখ করবেন, লিষ্ট এ যোগ করে দেব।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.