আমাদের কথা খুঁজে নিন

   

রংধনুর ছায়ায়

চাঁদের দিকে হাত বাড়ালে তার আলো কিছুটা লেগে যায় চিত্তে

রাত যদি আসে কষ্ট দিতে বেদনার কাফন পরে, নিরাবেগের বাতাসে তারে মিশাবো গুড়ো করে। স্মৃতি গুলো যদি দুঃখে ভাসায় ঠাঁই পাবে না মনে, যার সুরগুলো অশ্রূতে ভেজায় তুলবনা আর কানে। যতই যৌবন আসুক ধরলার ছুঁইবোনা তার জল, যে বৃষ্টি মনে বিষাদ ভরায় ভেঙ্গে দেব তার ছল। ছাদটিতে যদি কষ্ট বাড়ে রাখবো না সেথা পা, দেখবনা আর টিপপরা চাঁদে সেই আকাশে গা। যদি দিনগুলো আসে আশা নিয়ে স্বপ্ন প্রদীপ জ্বেলে, আশা যদি কভু আসে প্রেম নিয়ে পিষিয়ে মারব ফেলে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।