সাব্বির
স্বপ্নের রংগুলো ধীরে ধীরে এত ধূসর হয়ে যায় কেন?
আজও বৃষ্টি শেষে রংধনু খেলে,
তাতে সবগুলো রং থাকে।
আমার রংধনু খেলেনা।
আঝোর ধারায় অবিরাম বৃষ্টিতেও না!
খেলবে কি করে, রংতো সব হারিয়ে গেছে!
আর এটাই নাকি নি্য়ম।
সেই কবে থেকে এমন করেই ,নিয়ম করে,
হারিয়ে যায় স্বপ্নের রংধনুর রংগুলো।
তাই হয়ত ঐ নীল আকাশের রংধনুতে
মানুষ খুজে ফেরে,
হারিয়ে যাওয়া রংগুলো
এমন করে,
বারে বারে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।