রংধনুর রঙে অনেকদিন হইনি রঙিন
==========================
ইচ্ছে ছিল মনের মত সাজিয়ে রংধনু বানাবো ।
কষ্টের কাছ থেকে নীল রঙ, মেঘের কাছ থেকে আসমানি,
চাষির কাছ থেকে সবুজ মাঠের এক চিলতে সবুজ নিলাম ।
লাল রঙ নিব বলে গোলাপে হাত দিতেই কাঁটা ফুটে আঙ্গুলের ডগায়
শিশির বিন্দুর মত একফোঁটা রক্ত বেরোল
এভাবে বেনীআসহকলার সাতটি রঙ জমল ।
ঝিরিঝিরি বৃষ্টির মাঝে একদিন সব রঙ উড়িয়ে দিলাম
রঙের পেখম মেলে রংধনু হল, অবশেষে মেঘের মাঝে হারিয়ে গেল ।
এরপরও সাত রঙে গড়া রংধনুটিকে মাঝে মাঝে দেখতাম ।
অনেকদিন হয়ে গেছে রংধনু দেখা হয়না,
খবরের কাগজ বা বেতারে প্রায়ই শুনতে পাই
দেশের বিভিন্ন স্থানে রংধনু দেখা গেছে,
হয়তো আমার সব রঙ নিঃশেষ করা রংধনুটি !
বৃষ্টি হলেই ছুটে যাই, যেখানটিতে সবগুলো রঙ উড়িয়ে সাজিয়েছিলাম তোমায়
সব রঙ উজাড় করে আমি এখন সাদা কাগজ ।
ভীষণ লোভ হয় পুরনো দিনগুলোর মত আবার রাঙিয়ে যাও,
আমি সেই রঙে রঙিন হই । দেখা দাও রংধনু
আবার দেখা দাও, রঙহীন আমায় আবারো রাঙিয়ে যাও ।
(***অচেনা বন্ধুর প্রতি, যার রঙে কোনদিন রঙিন হয়ে উঠা হবেনা…)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।