আমাদের কথা খুঁজে নিন

   

রংধনুর রঙ্গীন সাজে,,,,,,,,,,,,,,,,,,,,,



বর্ষার রিমিঝিম শব্দে নেচে উঠে রঙ্গীলা মযূর পেখম মেলে তুলে ধরে তার অপরুপ রুপ। আমি তাকিয়ে অবাক হই কতো সুন্দর এই ময়ূর!!!!!! আমারো মাঝে মাঝে ইচ্ছে করে এভাবে নাচতে কিন্তু আমার তো পেখম নেই, নেই সেই অপরুপ রুপ, আমি তো কুৎসিত।। আমার ও ইচ্ছা করে কারো হাত ধরে রিমঝিম বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করে আমার ভালোবাসার রঙ্গে তাকে রাঙ্গীয়ে দিতে ইচ্ছে করে গুনগুন সুরে তাকে শোনাতে কোন গান কিন্তু সবাইতো আমার কুৎসিত চেহারা দেখে চমকে উঠে, পিছু চলে যায়। কেউ একবার ভাবে না, এই কুৎসিত চেহারার পিছনে আমার আছে হৃদয়ভরা ভালোবাসা আমিও কাউকে রাঙ্গীয়ে দিতে পারি আমার ভালোবাসার রঙ্গে। আমি ও পারি, বৃষ্টি শেষে রংধনুটা দিয়ে তোমাকে সাজাতে রঙ্গীন সাজে।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।