আমাদের কথা খুঁজে নিন

   

অরাজনৈতিক দেশপ্রেমিক তালিকা



আজকাল দেশপ্রেমকে যেভাবে একেকজন পৈতৃক সম্পত্তি বানিয়ে তুলছে আর যেভাবে রাজনীতিতে ফায়দা ও ব্যবসা বাণিজ্যের মোক্ষম হাতিয়ার হিসেবে ব্যবহার শুরু করেছে তাতে আর কিছুদিন পর দেশপ্রেম শব্দটা শুনলে কিংবা দেশের গৌরবের কিছু শুনলে আনন্দে গায়ের রোম খাড়া হবার পরিবর্তে ঠাট্টার হাসি ফুটবে লোকের ঠোঁটে। রাজনৈতিক ব্যক্তিবর্গরা মনে করেন দেশকে ভালোবাসার অধিকার কেবল তাদেরই আছে...এমনকি স্বাধীনতা বা মুক্তিযুদ্ধ বিষয় নিয়েও যতো মতামত প্রকাশের অধিকার তাও কেবল তাদের।... .... কিন্তু যে যাই বলুক আর ভাবুক কেউ পক্ষেই থাকুক আর বিপক্ষে থাকুক প্রকৃত দেশপ্রেমিকের বড্ড অভাব তা দেশের এতাবছরের বর্তমানকে দেখলে স্পষ্টই বোঝা যায়। তাই এই ব্লগে একবারেই নিরপেক্ষ নির্মোহ কিছু দেশপ্রেমিকের লেখা চাই। ভাববেন না মার্চ মাস বলে এ ঢাকঢোল বরং দেশকে ভালোবাসার জন্য উপলক্ষ সাজানোই অন্যায়, দেশের জন্য ভাববার সময় প্রতিটি মুহূর্তে...তবে যারা ঢাকঢোল পিটিয়ে ভালোবাসা দেখাবেন তারা একটু কিছু ছুতো ধরে ভালোবাসার প্রমাণ দিয়েই শান্তি পান।... দেশকে ভালোবাসার অর্থ প্রতিমুহূর্তে নিজেকে এমনভাবে গড়ে তোলা যাতে দেশের বিন্দু পরিমাণ ক্ষতি না হয়। ঘুষ, টেন্ডার, সন্ত্রাস, দলবাজি, তদ্বির সবকিছুর ঊর্ধে নিজেকে স্থাপন...আপনি আপনার মত দিতে পারেন....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.