সরসিজ আলীম_এর কবিতা
বিকেল
চক্ষুচড়কগাছ, বিকেল তোমাকে শাড়ির আঁচলে দুলিয়ে দিয়ে চিনেছে তোমার মায়ের
অমল সুবাস,
বিকেল তোমাকে বাবার হাত ধরিয়ে দিয়ে হেঁটে গেছে অনেক পথ,
বিকেল তোমাকে ছন্দে ছন্দে দুলি আনন্দে বৃক্ষের শাখায় বসিয়ে পা দুলিয়েছে।
চক্ষুচড়কগাছ, বিকেল তোমাকে নৌকায় ভাসিয়ে দুলতে দুলতে পৌঁছে গিয়েছে
বহুদূর,
বিকেল তোমাকে খেলার মাঠে পাঠিয়ে বন্ধুদের সাথে ক’রে হাততালি দিয়েছে,
বিকেল তোমাকে মাথায় করে নাচিয়েছে ইস্কুল পরীক্ষায় ভালো করবার পর।
চক্ষুচড়কগাছ, বিকেল তোমাকে মনভালো হাওয়ায় বসিয়ে রেখে পাখিদের ডানায়
রৌদ্রের ওড়াউড়ি দেখেছে,
বিকেল তোমাকে মনখারাপ হওয়া ছাতার তলে বসিয়ে মাঠে মাঠে ভিজেছে,
বিকেল তোমাকে দূরপাহাড়ের সৌন্দর্যে ভিরমি খাইয়ে অকপটে বলেছে কোন বয়েসী মেয়েদের বুকে কোন কুসুমের সৌরভ থাকে।
চক্ষুচড়কগাছ, বিকেল তোমাকে কাঁধে কাঁধ পায়ে পা মিলিয়ে মিছিলে নিয়েছে, আর
শ্লোগান দিয়েছে: শোষণের বিরুদ্ধে লড়াই, শ্রেণীর বিরুদ্ধে লড়াই,
বিকেল তোমাকে সুউচ্চমঞ্চে দাঁড় করিয়ে জনতার বিশাল কাতারে ঘোষণা করেছে:
রাষ্ট্রতন্ত্রের বিরুদ্ধে লড়াই,
বিকেল তোমাকে সমুদ্রের সামনে দাঁড় করিয়ে গলা ফাটিয়ে বলেছে:
সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই।
চক্ষুচড়কগাছ, বিকেল তোমাকে পূবের মাচায় বসিয়ে পশ্চিমের বোঁটায় ঝুলছে,
বিকেল তোমাকে জলকাদার ভেতর নামিয়ে দিয়ে সারাপাড়া দাপিয়ে বেড়াচ্ছে, আর
পানতামুক খেয়ে বেড়াচ্ছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।