রাষ্ট্র এক পুঁজিবাদী যন্ত্র
আমরা সবাই তার বেচার পণ্য
সারাদিন জপি দাসত্বের মন্ত্র
ও আমার দেশের মাটি
আমি তোমার পরে ঠেকায় আমার লাশ
তোমার চোখে আমরা এক নির্ঘুম সন্ত্রাস
জাগো মানুষ জাগো
হৃদয় আর পেশীকে অস্ত্র করে
রাষ্ট্রের চোখে হও এক নির্ঘুম সন্ত্রাস ।
শিক্ষা শেখায় ভিক্ষার বুলি
শেকল পরে পায়ে পা মিলিয়ে চলি
রক্ত বেচে দেখি হাতে রক্তশূণ্য ঝুলি
ও আমার দেশের মাটি
আমি তোমার পরে ঠেকায় আমার লাশ
তোমার চোখে আমরা এক নির্ঘুম সন্ত্রাস
ভাঙ্গো মানুষ ভাঙ্গো
হও আদিম হও আরও বন্য
নিয়মের চোখে হও এক নির্ঘুম সন্ত্রাস ।
সম্পদের পাহাড় সম্পত্তি লুকায়
বৈষম্যের পাখি জন্য এই বিরাট আকাশ
মেঘ হয়ে উড়ে যায় আমাদের দুঃখ
টি.ভির বিজ্ঞাপন আমাদের মৃত্যুর শ্লোক
সেই মৃত্যুর দোলনায় ঘুমোচ্ছে আগামীর শিশু
উতপাদন হচ্ছে ধর্মীয় আলো
আমরা নাকি খুব হিংস্র আর কালো
জেনো মানুষ জেনো খামারে আর কারখানায় যে আছো
ঝরছে যে তোমার আমার ঘাম
তা ঈশ্বরের কান্নার চেয়েও অমৃত আর সত্য
পোড়াও মানুষ পোড়াও
যা কিছু তোমাকে পোড়ায়
ধর্মের চোখে হও আদিম অগ্নির সন্ত্রাস ।
রাষ্ট্র ,ধর্ম আর গ্লোবালাইজেশন
রাজনীতি, করনীতি আর ক্রসফায়ার আইন
সবকিছু আমাদের পায়ের শেকল
শেকলকে ভেবো না কখনো তোমার দেহের গহনা
ব্যাবসার হাটে আমাদের যে দাম হাকা হচ্ছে
সেই দামকে তারা বলে মানবতার মুল্য
এই যদি হয় মানুষ তারচেয়ে হও পশুর মত হিংস্র
পন্যের মোড়ক ভেঙ্গে এসো হই আবার
সেই অবাধে বেড়ে ওঠা আদিম অরণ্য
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।