আমাদের কথা খুঁজে নিন

   

অরাজনৈতিক ক্যাম্পাস রাজনৈতিক ভিসি

পদে পদে ছোট ছোট নিষেধের ডোরে, বেঁধে বেঁধে রাখিওনা ভাল ছেলে করে। প্রাণপণে, দুঃখ সয়ে আপনার হাতে- সংগ্রাম করিতে দাও ভালমন্দ সাথে। শীর্ণ শান্ত সাধু তব পুত্রদের ধরে দাও সবে গৃহছাড়া লক্ষীছাড়া করে। সাত কোটি সন্তানের,হে মুগ্ধ জননী, রেখেছ বাঙ্গালী করে-মানুষ করনি। কুয়েটে বার্ষিক ভোজের বর্ষ পূর্তি হল।

ছাত্রলীগের একবারের দূর্নীতি তে হলের বার্ষিক ভোজের অনুষ্ঠান ২ দিন থেকে ১ দিনে এসেছে। কিন্তু বন্ধ হয়নি সেই রাজনৈতিক হস্তক্ষেপ। সাধারন ছাত্রদের সামনে অরাজনৈতিক ক্যাম্পাসের মুলা ঝুলিয়ে ভিতরে ভিতরে ঠিক চলছে নোংরামী। রাজনৈতিক চর্চা উম্মুক্ত করা হয়েছে কেন এ নোটিশ আসছে না??????? যেহেতু নোটিশ দিয়ে রাজনীতি উম্মুক্ত নেই তাহলে ভিসি স্যার কেন এই প্রোগ্রামে?? যাই হোক , আসেন একটু মুডি খাই আর গল্প করি। কেক টা খুব মিষ্টি ছিল!!!!!!!!!!!! হাজার হউক ছাত্রলীগের নেতার হাতে বলে কথা।

এটা কি কম বড় ব্যাপার!!!!!হোক না এরা গত বছরে সাধারন ছাত্রদের উপর হামলার আসামী অথবা সাধারন ছাত্র বা কোন স্যারের গায়ে হাত তোলার অপরাধে ক্যাম্পাস থেকে বিভিন্ন মেয়াদে বহিঃস্কৃত। তবুও তো এরা বিএনপি জামাত না!!!! এরা সাধারন ছাত্রদের মত সুশীল না। এরা আমার সোনা-র ছেলে ছাত্রলীগ!!! বহিঃস্কৃত হয়েছে তো কি হয়েছে । আহবায়কতো পরিক্ষায় ডিজিটাল পদ্ধতিতে নকল করতে গিয়েছিল। তাকে ৬ মাসের জন্য বহিঃস্কৃত করা হয়েছে।

বোকা শিক্ষকরা বোঝেনি যে ছাত্রলীগের এই আহবায়ক এর সৃজনশীল চিন্তা আছে। আরে হাতে, কাগজে লিখেতো নিয়ে যায়নি। নিয়ে গিয়েছিল সবকটি চোথার(নোটের) পিডিএফ আর জেপিজি । তা আবার টাচ স্ক্রিন সেটে। এটা এমন কি দোষের ছেলেটা পড়ালিখার সময় পায় না।

একটু না হয় দেখে লিখতে চেয়েছিল, তাই বলে শিক্ষক হয়ে তাকে বহিঃস্কার করতে হবে??? আমার খুব কষ্ট লেগেছে তাই তার নামে সুপারিশ করেছি, ওরা শোনেনি। তাতে কি!!!! এরা কি এর জন্য তাকে ক্যাম্পাস থেকে তারাতে পেরেছে?? আমি বলে দিয়েছি যা ইচ্ছা তাই কর আমি আছি। প্রয়োজনে হলের একাউন্ট আর তোমাদের এক্যাউন্ট এক করে দিব। এই যে আজ তোমাদের সাথে কেক খেলাম। প্রানটা জুরিয়ে গেল।

আহ.!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! যাই হোক এই কথা গুলো কাল্পনিক । তবে যদি কারো মনের কথার সাথে মিলে যায় আমার কোন অপরাধ নেই। আমি একেবারে ছাত্রলীগের মত নিরপরাধ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.