যদি বুঝাতে পারতাম...
বন্ধু তুমি আমার মত। ।
ভাব সৎ ও সত্য,
তবে করতে গিয়ে যা কর
তার হয় না কোনই অর্থ। ।
বন্ধু তুমি আমার মত।
।
করার আগে খারাপ কাজ
মনে জাগে দ্বন্দ্ব,
তবে করতে গিয়ে ভালই লাগে
ভুলে যাই ভাল মন্দ ।
বন্ধু তুমি আমার মত। ।
সুখ নিয়ে দেখি স্বপ্ন
সেই সুখের তরে ছাড়তে কিছু
বার বার হয় দেখতে পিছু।
।
বন্ধু তুমি আমার মত। ।
ভুল করি তবু মরমে মরি
নিজের অতীত স্বরন করি,
ভাবি বসে লয়ে দু;খ ব্যথা,
আর নাহি কব মিথ্য কথা। ।
বন্ধু তুমি আমারই মত। ।
একই সূঁতোয় স্বভাব গাঁথা
আজ নয় কাল আসব ফিরে,
সত্য কে মোরা থাকব ঘিরে…
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।