আমাদের কথা খুঁজে নিন

   

আগামী ৬ মাসের মধ্যে ডিএসইতে ইন্টারনেট ট্রেডিং শুরু হবে

সত্যের চেয়ে অপ্রিয় আর কিছু নেই

বর্তমানে পুঁজিবাজার আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি বিস্তৃতি লাভ করেছে এবং সেই সঙ্গে বেড়েছে বিনিয়োগকারীর সংখ্যাও। পুঁজিবাজারের এ গতিশীলতা ধরে রাখার জন্য আগামী ৬ মাসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে অনলাইনে লেনদেন শুরু হবে। যাতে করে দেশের প্রত্যন্ত অঞ্চলে বসেও বিনিয়োগকারীরা শেয়ারবাজারে অংশগ্রহণের মাধ্যমে দেশের মূল অর্থনীতিতে ভূমিকা রাখতে পারেন। গত ১৮ ফেব্রুয়ারি ডিএসইর ট্রেনিং একাডেমি আয়োজিত Compliance in Basic Office Management by the Member Companies শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসই প্রেসিডেন্ট মোঃ রকিবুর রহমান এ কথা বলেন। রকিবুর রহমান বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নসহ সার্বিক উন্নতি করতে হলে শক্তিশালী পুঁজিবাজারের বিকল্প নেই।

আর শক্তিশালী পুঁজিবাজার গড়ে তোলার ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তিদের গুরুত্ব অপরিসীম। শিতি ও অভিজ্ঞ ব্যক্তির সংখ্যা যত বৃদ্ধি পাবে বাজার তত বেশি স্থিতিশীল হবে। কারণ অভিজ্ঞ লোকেরাই বিনিয়োগকারীদের বিনিয়োগের ক্ষেত্রে সুপরামর্শ দিতে পারেন। মোঃ রকিবুর রহমান আরো বলেন, কমপ্লায়েন্স অফিসারদের আরো বেশি দক্ষ, যোগ্য ও পেশাদার হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ডিএসই এ কর্মশালার আয়োজন করেছেন। তিনি বলেন, চলতি বছরের ডিসেম্বর নাগাদ ডিএসইর দৈনিক লেনদেন ৩ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে।

এ সম্পর্কিত পূর্বের একটি পোষ্ট : Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।