ছাত্রী উত্ত্যক্ত করা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত সর্ব্বোচ্চ বিদ্যাপীঠে গতকাল ছাত্রলীগ নামধারী ও বহিরাগতদের মধ্যে সংঘর্ষে আটজন আহত হয়েছেন। শহীদ মিনারে ফুল দিয়ে যাওয়ার সময় টিএসসিতে পুরনো ঢাকার এক ছাত্রীকে কটূক্তি করে ছাত্রলীগের মাস্টারদা সূর্যসেন হল, হাজী মুহম্মদ মুহসীন হল ও কবি জসীম উদ্দীন হলের নেতাকর্মীরা।
এসময় ওই ছাত্রীর সঙ্গে থাকা অভিভাবকরা এর প্রতিবাদ জানান। এতে বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে ছাত্রলীগ কর্মীরা তাদের গতিরোধ করে অশালীন ভাষায় গালাগালি করে। একপর্যায়ে ওই ছাত্রীর ওড়না ধরে টান দেয় এক ছাত্রলীগ কর্মী।
ওই ছাত্রী এক ছাত্রলীগ কর্মীকে থাপ্পড় মারলে অভিভাবক ও ছাত্রলীগ কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। ছাত্রলীগ কর্মীরা লাঠিসোটা দিয়ে ওই ছাত্রী ও তার অভিভাবকদের পিটিয়ে আহত করে।
সংঘর্ষে ওই ছাত্রীসহ পাঁচজন এবং ছাত্রলীগের কবি জসীম উদ্দীন হলের কর্মী সেতু ও হাজী মুহম্মদ মুহসীন হলের কর্মী বিপ্লব আহত হয়েছেন। ঘটনার প্রত্যক্ষদর্শী একটি দৈনিকের সাংবাদিক বলেন, একটি মেয়েকে যেভাবে পেটানো হয়েছে, তা বর্ণনা করাও অসম্ভব। ছাত্রলীগ নামধারী গুন্ডাদের নোংরামীর অবসানে সরকারের বাস্তবমূখী পদক্ষেপ চাই ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।