আমাদের কথা খুঁজে নিন

   

বিবস্ত্র স্কুল ছাত্রী !!

সংবিধান-ই নাগরিকের শক্তি লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার দত্তপাড়া বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীকে স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে জোর পূর্বক বিবস্ত্র ও লাঞ্ছিত করে ছবি তুলেছে স্থানীয় সন্ত্রাসীরা। ঘটনার পর থেকে ওই ছাত্রী নিজ বাড়িতে এখনো হতভম্ব হয়ে পড়ে থাকলেও সন্ত্রাসীদের ভয়ে গতকাল পর্যন্ত তাকে কোনো হাসপাতালে ভর্তি এবং থানায় মামলাও করতে পারেননি ভুক্তভোগীর পরিবার। এতে ওই স্কুলের ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের মাঝে আতঙ্ক বিরাজ করেছে। ভুক্তভোগী পরিবার জানায়, বৃহস্পতিবার বিকালে দত্তপাড়া বালিকা বিদ্যালয় থেকে বাড়িতে আসার পথে দত্তপাড়া এলাকার আওয়ামী লীগ নেতা আজিজ গ্রুপের সন্ত্রাসী মানিক (২২), শরীফ (২৫), সুজনসহ (২৪) একদল সন্ত্রাসী স্কুল পড়ুয়া ওই ছাত্রীর গতিরোধ করে প্রকাশ্য রাস্তার উপরে লক্ষ্মী ছকি বাড়ির সামনে বিবস্ত্র করে মোবাইলের মাধ্যমে ছবি তোলাসহ ভিডিও করে। ওইস্কুল ছাত্রীর মামা আবদুল ওয়াদুদ সাংবাদিকদের জানান, ঘটনার পর থেকে সন্ত্রাসীরা প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া এবং তাদের হুমকি ধমকির কারণে মেয়েটিকে হাসপাতালে ভর্তি ও থানায় মামলা করার সাহস পাচ্ছেন না। এ ব্যাপারে জানতে চাইলে স্কুলের প্রধান শিক্ষক শ্যামল চক্রবর্তী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, উক্ত ছাত্রীর অভিভাবককে আমি মামলা করার পরামর্শ দিয়েছি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ছরোয়ার বলেন, আমি এ ব্যাপারে কিছু জানি না। কেউ অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.