আমাদের কথা খুঁজে নিন

   

আমার হার্ডডিস্ক ক্রাশ করেছে, দীর্ঘদিনের পরিশ্রমলব্ধ মূল্যবান ডকুমেন্টস হারিয়ে যাচ্ছে, পরামর্শ চাচ্ছি।

Someone become successful and someone not but man loves and will love
গতকাল সন্ধ্যায় কম্পিউটার (পি-৩) চালাচ্ছিলাম। বিদ্যুত চলে যাওয়ার পর যখন পুনরায় বিদ্যুত আসল, তখন কম্পিউটার স্টার্ট দিলাম। কিন্তু কম্পিউটার রান হচ্ছে না। হার্র্ডডিস্ক শো (ম্যাক্সটর ৪০ গিগা) করে। Unknown flash type লেখা এসে স্কীন Off white হয়ে থাকে।

বন্ধ করে র‌্যাম চেঞ্জ করে দেখলাম, কেবল খুলে লাগালাম। কোন লাভ হচ্ছে না। তারপর মনে করলাম বায়োসে সমস্যা। তাও চেক করলাম। বায়োসের ক্লক ব্যাটারী খুলে লাগালাম।

একই সমস্যা। মনে হলো উইন্ডোজে সমস্যা। উইন্ডোজ এক্স পি সিডি দিয়ে ইনস্টল করার জন্য চেষ্টা করলাম। তাও হচ্ছে না। প্রথম লেখাটা এসে থেমে যাচ্ছে।

কি করা যায় বুঝতে পারছিলাম না। পরে পূর্বের একটি ১০ গিগা উইন্ডোজ ৯৮ সেটাপ করা হার্ডডিস্ক লাগিয়ে দেখলাম কম্পিউটার স্টার্ট হয়েছে এবং ডেস্কটপ এসেছে। বুঝলাম হার্ড ডিস্কে সমস্যা হয়েছে। তারপর দুটো হার্ডডিস্ককে একসংগে কেবল দিয়ে লাগালাম। স্টার্ট দিয়ে দেখলাম প্রথমে পায় না।

পরে আবার খুলে আবার ক্যাবল লাগিয়ে স্টার্ট দিয়ে দেখলাম পেয়েছে। স্ক্যানডিস্ক আসল, ড্রাইভ ইরর ফিক্স করতে বলল, স্ক্যান হল। তারপর ডেস্কটপ আসল। মাই কম্পিউটারে গিয়ে দেখি ৪০ গিগা হার্ডডিস্কের সি (তখন ডি হিসেবে শো করছে) ড্রাইভ সম্পূর্ণ খালি, সেখানে ১০ গিগা ছিল শো করতেছে ৭ মেগাবাইট। কারণটা বুঝলাম না।

গিগাবাইট কোথায় গেল। পরে হার্ডডিস্ক খুলে এক্স পি ইনস্টল করতে চাচ্ছি কিন্তু সে নিচ্ছে না। কি করব। তারপর উইন্ডোজ ৯৮ সেটাপ দিলাম। সে ডি ড্রাইভে সেটাপ নিল।

কিন্তু আমার সি ড্রাইভে মাত্র ৮ মেগাবাইট শো করছে। বাকী ড্রাইভ গুলো ঠিক আছে। উক্ত সি ড্রাইভে আমার দীর্ঘদিনের প্রচুর ডাটা ছিল। যার মূল্য অপরিসীম। অনেক ডকুমেন্টস ছিল।

সামহোয়্যারের জন্য অনেকগুলো লেখা ছিল। অনেক গল্প কবিতা উপন্যাস, অফিসিয়াল অনেক মূল্যবান ডকুমেন্টস,স্ক্যান ছবি ছিল। সব হারিয়ে গেল। দীর্ঘদিন কষ্ট করে সংগ্রহ করা, দিনের পর দিন ডাউনলোড করা কিছু সফটওয়ার ইউটিলিটি, ওয়েব প্যাজ সব গেল। মনটা খুব খারাপ।

কি করব বুঝতে পারছি না। আমার যে বিশাল ক্ষতি হয়ে গেল। তা সহজে পূরণ হওয়ার নয়। বাকী তিনটি ড্রাইভে যে তথ্য ডকুমেন্টস আছে, তার মূল্যও অপরিসীম। সেগুলো অন্যত্র সরিয়ে নিচ্ছি।

আমার দীর্ঘদিনের পরিশ্রম বৃথা পরিশ্রমের পরিণত হচ্ছে ! এখন সকলের পরামর্শ চাচ্ছি এরকম হওয়ার কারণ কি? এই হার্ডডিস্ক বাদ দিয়ে নতুন কোন হার্ডডিস্ক নেয়া যায়? (আইডিই) আর ডাটা গুলো উদ্ধারের কোন উপায় আছে কিনা কেউ যদি বিস্তারিত লিখেন খুবই উপকার হবে। সবাইকে শুভেচ্ছা।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.