আমি হিমেল, আমার ব্লগে আপনাকেস্বাগতম।
গুগল মামা আমাদের জন্য বিশেষ বিশেষ দিনে দারুন কিছু লোগে নিয়ে আসে। মাঝে মাঝে তো গুগলের পেজ খুলে অবাক হবার মতোই ব্যবস্তা। যেমন গত জানুয়ারীর ৪ তারিখে আমার দেখতে পেয়েছিলাম নিচের লোগোটি
এই লোগোটি আমরা স্যার আইজাক নিউটনের জন্মদিনে।
দারুন এই লোগোটিতে ছিল পাঁটি আপেল, লোগেতে ক্লিক করলেই একটি আপেল পড়ে যেত।
আরেকটি বিষয় হচ্ছে, আমরা শুধু গুগলের ঐসব লোগোই দেখতে পাই যা গুগল গ্লোবালে এড করা হয়। দেখন গত ২৪ শে জানুয়ারী গুগল ইন্ডিয়ে কিভাবে সাজিয়েছিল তাদের পেজকে। তারা ঘুড়ি উৎসবের ছবি দিয়েছিল গুগল ইন্ডিয়ার হোম পেজে ।
ব্রাজিল কারনেভালে কিভাবে সাজিয়েছিল দেখুন।
দেখুন আরো কিছু জোস গুগল লোগে।
গুগলের সব লোগো দেখতে ক্লিক করুন এখানে ।
ফ্রি বিজ্ঞাপন : হাতে টাইম আছে? তাহলে ঘুরে আসুন হিমেলের ছোট্ট ঘর থেকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।