আমাদের কথা খুঁজে নিন

   

রশিদ লতিফ পায়া গেলেন তার ছুডো ভাই ......



২০০৬ সালের মুলতানে টেস্ট এ রাশিদ লতিফ যে জঘন্য আর কাপু্রুষতার নজির স্থাপন করসিল তা আমরা দেখলাম আজকে আবার। ভালই হইসে বেচারা এত দিন মনোকষ্টে ছিল। কোন সঙ্গীসাথী নাই। আজকে পায়া গেল একজন। পায়া গেল তার ছুডো ভাইরে ।

ছুডো ভাইডা হইল ম্যাকুলাম। এক বারে বড়ভাইয়ের যোগ্য উত্তরসুরী। মনে খালি কষ্ট আমাগো একটাই যে দুইবারি ভুক্তভুগী এই অভাগা জাতি। একবার অলোক ভাই আর এই বার আমাগো সাকিব । দুই বারি দলের যখন ভাল অবস্থা তখনি চোরেরা এই কান্ডটা করল।

পাকিস্তানী চোরগো লগে তো জিত্তাই গেসিলাম। চোরা আম্প্যার ও ওগো সাহায্য করল। এখন দুই চোর এক লগে মিল্লা এখন আমোদ ফূরতি করুক। লাল পানি দিয়া গলা ভিজাক। শালারা কাপুরুষের দল।

শালারা কোনভাবে একটা মনে হয় আরেক্টার ভাই। চোরে চোরে মাস্তুতো ভাই। আমরা আবাল জাতি। কার কাসে বিচার চাইতে পারি না। চাইলেউ পাই না।

সবাই খালি আশা দেয়। আশা দিয়া নিজের আখের গুসায়। আর আমারা বৃথা আস্ফালন করি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.