টি.এস.সি....আজকের দিনে যা বৃন্দাবনে পরিনত হয়েছিল(প্রতিদিনই হয়,আজ একটু বেশী মাত্রায়.... )। যাই হোক,সকাল থেকেই আমরা দোস্তরা নিজেদের দায়িত্ব মনে করে এখানে আগত অতিথিদের দেখা শোনা করছিলাম(যদিও তা ছিল কিছুটা পক্ষপাতদুষ্ট একটি বিশেষ লিঙ্গের অতিথিদের দেখা-শোনা(!)ই বেশী হচ্ছিল)।
একপর্যায়ে আমরা হোষ্টরা আমাদের দায়িত্ব থেকে অবসর নিয়ে,এই বৃন্দাবনে শত শত যুগলের সামনে তাস খেলে নিজেদের দুরবস্থার কথা জানান দেওয়াকেই নিজেদের পরবর্তী করনীয় বলে ঠিক করলাম। যদিও আমাদের এই রিক্ততার দিকে নজর দেবার মত সময় কারো কাছে আছে বলে মনে হলনা।
কিছুক্ষনের মধ্যেই টি.এস.সি তে ঢুকল একটি মিছিল(!)।
তাদের গগনবিদারী চিৎকারে সবাই হচকচিয়ে গেলেও কিছুক্ষনের মধ্যেই জানা গেল তারা আসলে আমাদেরই জাতভাই। তাদের জামায় লাগানো ছিল কালো ব্যান্ড,মুখে ছিল শ্লোগান,আর সামনে ছিল একটি কালো ব্যানার। ব্যানারের লিখা ছিল,'১৪ ই ফেব্রুয়ারি-বিশ্ব ব্যাচেলর দিবস' আর তাদের দাবি ছিল-'ভালোবাসার সুষম বন্টন চাই'। পুরো টি.এস.সি তে ব্যাপক সাড়া ফেলে,বিপুল করতালির মধ্য দিয়ে তারা বৃন্দাবন ত্যাগ করে।
আর সামুর মাধ্যমে আমিও তাদের সাথে একাত্মতা ঘোষনা করছি।
আমার সাথে যারাযারা আছেন তারা আওয়াজ দিন। । ।
বলুন,'ভালোবাসার সুষম বন্টন চাই'
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।