আমাদের কথা খুঁজে নিন

   

টমাস রবার্ট ম্যালথাস

মানুষ আর প্রাণীর মধ্যে পার্থক্য হলো-চেতনাগত ও সংস্কৃতিগত।

টমাস রবার্ট ম্যালথাসের জন্ম ১৭৬৬ সালের ১৪ ফেব্রুয়ারি। একজন ইংরেজ অর্থনীতিবিদ ও জনমিতিবিদ। অর্থনীতি ও জনসংখ্যা বিষয়ক ম্যালথাসের নীতি প্রদানের জন্য জগৎ বিখ্যাত হয়েছিলেন। তাঁর পিতা ড্যানিয়েল ম্যালথাস ছিলেন দার্শView this link নিক ডেভিড হিউম এবং জাঁ জাক রুসোর বন্ধু।

১৭৯১ সালে টমাস রবার্ট ম্যালথাস মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ১৯৭৩ সালে জেসাস কলেজের ফেলো নির্বাচিত হন। ১৮০৫ সালে তিনি ব্রিটেনের প্রথম রাজনৈতিক অর্থনীতি বিষয়ক অধ্যাপক হিসাবে হার্টফোর্ড এলাকার ইস্ট ইন্ডিয়া কলেজে যোগ নিযুক্ত হন। ১৮১৮ সালে তিনি রয়াল সোসাইটির ফেলো নির্বাচিত হন। ১৮৩৪ সালের ২৩ ডিসেম্বর ম্যালথাসের মৃত্যু হয়।

------ -------www.biplobiderkotha.com

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।