আমি ব্যাক্তিগতভাবে কখনো আমেরিকায় যাই নাই কিন্তু দূর থেকে দেখে যা মনে হয় তাতে দেশটা বেশ ইন্টারেস্টিং বলেই মনে হয়। নিউ ইয়র্কের মত জাতিবৈচিত্র আমাদের লন্ডন ছাড়া অন্য কোথাও আছে বলে আমার মনে হয় না। সামান্য সংখ্যক আদিবাসী ছাড়া বাকি সবাই মোটামোটি "ইমিগ্রান্ট", কেউ কয়েকশ বছর আগে এসে মহিষ শিকার করে আর ক্যাটেল ড্রাইভ করে পেট চালিয়েছে আর কেউ ডিভি নিয়ে পেট্রল পাম্পে কাজ করছে বা সিলিকন ভ্যালিতে চমক দেখাচ্ছে। আজকের প্রসঙ্গ সেটা না,
আজকে হটাত করে একটা ছবির দিকে নজর পড়ে গেল। ছবিটা আর কিছু না, মার্কিন প্রেসিডেন্ট টমাস জেফারসনের ব্যাক্তিগত সংগ্রহের এক কপি কোরান শরিফের ইংরেজী অনুবাদ।
মনে মনে ভাবলাম -হুম... ভেরি ইন্টারেস্টিং। আরেকটু দেখার পরেই বুঝলাম বিষয়টা আরো ইন্টারেস্টিং। আমি ব্যাক্তিগতভাবে রাজনীতির খবর খুব কম রাখি। বাসার সবেই যখন গরম আলোচনা করে ঢাকা অমুক আসনে অমুক পার্টি থেকে অমুক দাড়াচ্ছে, তমুকে তমুক করেছে আমার ছেড়ে দে মা কেদে বাচি অবস্থা হয়। তাই আমারিকান রাজনীতি নিয়ে মাথা ঘামানো আরো অনেক দূরের ব্যাপার।
কিন্তু এই বিষটা নিয়ে বেশ কিছুক্ষন সময় খরচ করলাম, তাতে মন্দ লাগলো না।
আমেরিকার মিনেসোটা থেকে কিথ এলিসন সিনেটর হিসাবে শপথ গ্রহন করেছেন। এটার বিষয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হল, ইনি একজন কালো আমেরিকান, পেশায় আইনজীবি, এওং উনিশ বছর বয়সকালে ইনি ইসলাম গ্রহন করেছিলেন এবং আমার গবেষনায় যা দেখলাম এখন পর্যন্ত এই নতুন বিশ্বাসের সাথে সম্পৃক্ত আছেন, নিজের ছেলেমেয়েদের মুসলিম হিসাবে মানুষ করেছেন, তার স্ত্রী এখনো ইসলাম স্বীকার কএন নি, ইন্তু স্বামীর সাথে আছেন এবং সন্তানদের মুসলিম হিসাবে গড়ে তুলতে সাহয্য করেছেন। গত চার ই জানুয়ারী কিথ এলিসন সিনেটর হিসাবে শপথ গ্রহনের সময়ে আমেরিকার চিরায়ত প্রথা অনুযায়ী বাইবেলের বদলে কোরানের শপথ নেবার ইচ্ছাপ্রকাশ করেন। এই নিয়ে সারা আমেরিকায় মনে হয় বেশ হইচই শুরু হয় এবং শেষ পর্যন্ত এলিসন, প্রাক্তন প্রেসিডেন্টের ব্যাবহৃত কোরানের কপি ব্যাবহার করে শপথ গ্রহন করেন।
আমেরিকার ব্লগাররা মনে হয় আরো আপডেট দিতে পারবেন।
!@@!358016 !@@!358017 !@@!358018 !@@!358019
!@@!358020 !@@!358021 !@@!358022-!@@!358023)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।