আমাদের কথা খুঁজে নিন

   

একজন ছাত্রনেতা হিসেবে যা পেয়েছি/করেছি আর যা হারিয়েছি। যার জন্য আমি মানুষ হিসাবে অহংকার করতে পারি।



''পৃথিবীর বহুদেশ ভ্রমণ করিয়া আমি ইহা উপলব্ধি করিয়াছি যে- আমাদের সমুদয় দীক্ষা কেবল মনুষ্যত্ব লাভের উদ্দ্যেশ মাত্র। ''.......স্যার জগদীশ চন্দ্রবসু। ২) বিদেশী স্কলারশীপ নিয়ে চির প্রবাসী হয়ে সহপাঠি অনেকের মত বৃদ্ধ মা-বাবার দায়িত্ব অস্বীকার করার বাহানা আর নিজ দেশ কে হীন বলে প্রচার করার উপাত্ত সংগ্রহে সুযোগ। ৩) ধনবান শ্বশুড় জন্য স্টাট্যাস সিম্বল হওয়ার চান্স। ৪) সরকারী চাকুরীতে ঘুষের অগাধ টাকা।

( এখনও তাই করছি। ) ৫) রূপ সর্বস্ব অর্ধাঙ্গিনী। ৬) অবৈধ অর্থ নিঘুম রাত আর উচ্চ রক্ত ছাপ। একজন ছাত্র রাজনৈতিক কর্ম হিসাবে যা অর্জণ করেছি। ক) মনুষ্যত্ব।

খ) মানুষের অকৃত্রিম ভালবাস। গ) অনুজদের নিশর্ত শ্রদ্ধা আর অগ্রজদের স্নেহ সুলভ তিরষ্কার। ঘ) কোনটি ন্যায় সঙ্গত আর কোনটি আইন সঙ্গ তা বুঝবার স্বচ্ছ দৃষ্টি। ঙ ) অন্যায় এর বিরুদ্ধে আপোসহীন থাকবার স্পর্ধা। চ) এক দল দুঃসাহসি বন্ধু -সহযোদ্ধা।

........................................ এ দলে আমি একা নই,,,,,,,,,,এই ব্লগে জনপ্রিয় ব্লগার বেশ কয়েক জন আছেন যারা আমরা এক সাথে যা যা করেছি............. ১) রাজপথে শ্লোগান দিয়েছি.. ২) রাত জেগে পোস্টার লিখেছি। ............. ৩) বাড়ি বাড়ি ঘুরে ত্রাণ তুলেছি............. ৪) রাস্তায় রাস্তায় পত্রিকা বিক্রি করেছি... ৫) ঢাকা থেকে বিবিয়ানা পায়ে হেঁটেছি............... ৬) সনির মৃত্যুতে গলা ধরে কেঁদেছি। ৭) একটি যৌথ স্বপ্ন দেখেছি এ আজও দেখছি। ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.