চোখের নীল ফোঁটাগুলো আমার কাছে বেচতে পারো
তার বদলে তোমাকে অনেকগুলো রক্তলাল গোলাপ ফুটিয়ে দেবো।
ক্লান্ত রাতের কোন প্রহরও বেচতে পারো ইচ্ছে হলে
আমি রাত রেখে তোমাকে শিশিরভেজা পাখিডাকা ভোর দিয়ে দেবো।
ভাঙ্গা মনটাকেও কি বেচবে আমার কাছে?
ভালো করে ভেবে দেখো
তার বদলে আস্ত একটা মন পাবে
হয়তো সেটা তোমার নয়
হয়তো বা অন্য কারো,, যেমন আমার। ।
রিম; ১১।
২। ২০১০
বেচা-কেনা
চোখের নীল ফোঁটাগুলো আমার কাছে বেচতে পারো
তার বদলে তোমাকে অনেকগুলো রক্তলাল গোলাপ ফুটিয়ে দেবো।
ক্লান্ত রাতের কোন প্রহরও বেচতে পারো ইচ্ছে হলে
আমি রাত রেখে তোমাকে শিশিরভেজা পাখিডাকা ভোর দিয়ে দেবো।
ভাঙ্গা মনটাকেও কি বেচবে আমার কাছে?
ভালো করে ভেবে দেখো
তার বদলে আস্ত একটা মন পাবে
হয়তো সেটা তোমার নয়
হয়তো বা অন্য কারো,, যেমন আমার। ।
রিম; ১১। ২। ২০১০
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।