আমাদের কথা খুঁজে নিন

   

জমছে হাট, বাড়েছে বেচাকেনা

গত মঙ্গলবার থেকে রাজধানীর হাটগুলোতে পশু আনা হলেও বিক্রি তেমন হয়নি বলে জানান ব্যবসায়ীরা। এদিকে বাজার জমে ওঠায় দামও একটু বেশি পাওয়া যাচ্ছে বলে তারা জানিয়েছেন।
সোমবার আরমানিটোলা পশুর হাটে কথা হয় পাবনার ইশ্বরদীর গরু ব্যবসায়ী সাহাবুল ইসলামের সঙ্গে।
তিনি জানান, ১৬টি গরু এনেছিলেন। এর মধ্যে ১৩টিই বিক্রি হয়েছে।


“শুক্র ও শনিবারের তুলনায় রোববার রাত থেকে দামটা একটু বেশি পেয়েছি,” বলেন এই গরু ব্যবসায়ী।
সাহাবুলের মতো একই কথা বলেন আরমানিটোলা হাটের অন্য বেপারীরাও।
এদিকে গত বৃহস্পতিবার থেকে মিটফোর্ড হাসপাতালে চারদিকে যে সব গরু ছিল সেগুলো আর নেই।
সকালেই গরুগুলো বিক্রি হয়ে গেছে বলে স্থানীয় এক দোকানদার জানান।
শহীদুল আলম নামে মেহেরপুরের এক গরু ব্যবসায়ী বলেন, সকাল থেকে বাজারে অনেক ক্রেতা আসছে, যা গত কয়েক দিন দেখা যায়নি।


হাসপাতালের চারপাশে রাখা গরুগুলো বিক্রি হলেও আরমানিটোলা, নয়াবাজার, ফ্রেন্সরোড, ইংলিশ রোড ও ইসলামপুরে এখনো প্রচুর গরু রয়েছে। চলছে ক্রেতা-বিক্রেতার দরদাম।
সাদেক হোসেন খেলার মাঠে ব্যবসায়ী লুৎফর রহমান বলেন, পাবনার সুজানগর থেকে ৩২টি গরু নিয়ে এসেছেন। এখন ১০টি গরু আছে।
প্রতি গরুতে দুই থেকে তিন হাজার টাকা লাভ করেছেন বলে জানান তিনি।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।