*~*জীবনে যত কম প্রত্যাশা থাকবে ... .. . তত বেশী ভালো থাকা যাবে*~*
কলেজে পড়ার সময় কলেজ বাস যখন সম্পূর্ণ মিরপুর চক্কর দিয়ে বাসার কাছে নামিয়ে দিত অনান্যদিন বিরক্ত লাগলেও খালি ভ্যালেন্টাইনডে তে মজা পেতাম। কারণ সেদিন ক্যান্টনমেন্ট থেকে মিরপুর হয়ে বাসায় আসতে আসতে জুটিদের দেখতাম । সেইদিন কলেজে বসে পাশের শাহীন আর আদমজীর পুলাপাইনদের দেখে নিজেরা কেন কো-এডুকেশনের পুলাপাইন হলাম না সেটা নিয়ে আফসোসে মরে যেতাম। আর ৩-৪দিন পরে ব্লগে ভালোবাসার বন্যা বয়ে যাবে। ঠিক করেছি লগআউট থেকে সেফ পজিশনে বসে বসে ব্লগের ভালোবাসার বন্যা দেখবো।
সেই বন্যায় অবশ্য ভাসতে মন চাইলে লগইন ও হবো। তাই আগেই ভালোবাসার চৌদ্দ গোষ্ঠীরে কিলিয়ে ভ্যালেন্টাইনডে বয়কট করলাম। আফসোস বিরোধীদল রাজপথে আগের মতন তেমন সরব না। হলে নিশ্চয় তারা সেইদিন হরতাল ঘোষণা করে আমার সাথে এক হয়ে ভালোবাসার গোষ্ঠীরে কিলাতো.......।
ভ্যালেন্টাইনডে বয়কট করলে ও একটা ফ্রি টিপস দেই...."এই দুনিয়ায় কেউ কারো না,শুধুই নিজেকে ভালোবাসো, নিজের জন্য বাঁচো".......।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।