আমাদের কথা খুঁজে নিন

   

রাজনৈতিক ক্রন্দলের কারনে রাজনীতি না করেও, মরতে হ’লো নিরপরাধ ছাত্র মো: আবুবকর সিদ্দিককে।

যা কিছু করবো সত্য, যা থাকবে যুক্তিও তর্কের উর্ধে।

১. রাজনৈতিক ক্রন্দলের কারনে রাজনীতি না করেও, মরতে হ’লো নিরপরাধ ছাত্র মো: আবুবকর সিদ্দিককে। ঢাকা ভার্সির্টির স্যার এফ রহমান হলের ছাত্র মো: আবুবকর সিদ্দিকের খুনি কি ধরা ছোয়ার বাহিরেই থাকবে? কারা এর জন্য দায়ী? এরকম অমানবীক ঘটনা আর কতদিন চলবে? কতদিন চলবে এই সব হিংসা আর বিদ্বেষের রাজনীতি? ২. আমার মনে হয় আমাদের এই দেশের কোন রাজনীতিবিদকেই ভোট দেয়া উচিত নয়, এদেশের রাজনীতিতে আছে অসংখ্য রক্ত আর খুনের মতো জঘন্যতম ইতিহাস। এই ইতিহাসকে মুছে ফেলতে হলে ভোটের পক্ষে ‘’না’’ভোটই হচ্ছে সমূচিত জবাব। আর কোন কিছু দিয়ে এদের দমে রাখা যাবেনা কারণ এদেশের রাজনীতি দোষাদুষির রাজনীতি।

এদেশের রাজনীতি ক্ষমতার অপব্যবহারের রাজনীতি। ৩. আমরা তত্তাবধায়ক সরকারের আমলে ফিরে যেতে চাই, তারা যেভাবে বড়বড় রাঘো বোয়ালকে ধরতেছিলো তেমনী একটি শাসন ব্যবস্থা চাই, যেখানে থাকবে অন্যায়ের সাজা আর সত্যের জয়। ৪. আমরা বিচার চাই, আবুবকর সিদ্দিকের হত্যাকারীর শাস্তির দাবী জানাই। যা দেখে অপরাধীর পশম শিউরে ওঠে, এরকম নিরঅপরাধ মানুষকে আর যেন অকালে মৃত বরণ করতে না হয় সেজন্য দেশ এবং জাতি ক্ষমতায় যারা আছেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। এজন্যে আমরা যারা এদেশের সাধারণ জনগণ তাদের সহযোগিতা আমাদের বিশেষ: কাম্য আপনারা আমাদের পাশে আছেন যদি থাকেন তবে এবার ঘুম থেকে জেগে উঠুন এবং হুংকার দেন আপনাদের দশজনের দশটি হুংকারে কেপে উঠতে পারে ঐ সব বোয়ালদের বাসস্থান।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.