আমাদের কথা খুঁজে নিন

   

এরকম মৃত্যু হতাশার!!

মনের আনন্দের জন্য ব্লগিং একই দিনে গার্মেন্টসে আগুন এবং নির্মানাধীন ফ্লাইওভার ভেঙ্গে দুই শতাধিক নিহত! বিশ্বাষ করাও কষ্টকর। কত ব্রিজ দেখলাম ব্রিটিশরা বানিয়ে দিয়ে গেছে শত বছর আগে। শুধু রং করা ছাড়া বাংলাদেশকে কিছুই করা লাগেনি। অথচ উদ্ভোধনের মাত্র দশ বছরের মধ্যে যমুনা ব্রিজে ফাটল। সবাই বলাবলি করল চরম দুর্নীতির কারনে এখনকার বানানো ব্রিজগুলোর এই দশা।

তাহলে উদ্ভোধনের আগে ধসে পড়া ফ্লাইওভার ভেঙ্গে পড়াকে কোন দুর্নীতির সাথে তুলনা করা যায়? আশ্চর্য লাগছে কিছুদিন আগে জুম্মার নামাজের সময় একটা গার্ডার ভেঙ্গে পড়েছিল। তাতেও কোন টনক নড়েনা কেন? আমার কথা হচ্ছে দুর্নীতি করে টাকা কামাবা তো কামাও। তে খাওয়ার সময় কি একটু অল্প করে খাওয়া যায়না। কোটি কোটি টাকা কাজের মধ্যে কয়েক লাখ টাকা খেলেও তো ফ্লাইওভারের এই দশা হতনা। এদেশে রাজনৈতিক বিবেচনা ছাড়া কিছুই হয়না।

দেশ কি তোমার বাপের! এই দুষ্টুদের থেকে দেশকে বাচাতে হবে। সচেতন হওয়া প্রয়োজন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।